Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মির্জা আব্বাসের জামিন, কারামুক্তিতে বাধা নেই 

মির্জা আব্বাসের জামিন, কারামুক্তিতে বাধা নেই  আদালতে পুলিশ প্রহরায় মির্জা আব্বাস (ফাইল ফটো)
ঢাকার রেলওয়ে থানায় দায়ের করা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ ১৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত এ আদেশ দেন। সব মামলায় জামিনের আদেশ হওয়ায় মির্জা আব্বাসের কারামুক্তিতে আর কোনও বাধা নেই বলে  জানিয়েছেন আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

মির্জা আব্বাসের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর আগে ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন। এগারোতম মামলায় তিনি কারাগারে আছেন। আজ সেটাতেও আদালত তার জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় আসামির জামিনের  আদেশ দেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ এলাকা থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স