আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে তুষারধসে ছয়জনের প্রাণহানি হয়েছে। এছাড়া তুষারচাপা পড়েছেন আরও ৩০ জনেরও বেশি লোক। দেশটির বিভিন্ন অংশে ভারী তুষারপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। খবর এএফপির।
এ প্রসঙ্গে নুরিস্তান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা জামিউল্লাহ হাশিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখনো তুষারপাত হচ্ছে। উদ্ধারকাজ চালানো হচ্ছে আর ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।’
গতকাল ১৮ ফেব্রুয়ারি (রোববার) সারা রাত নুরিস্তান প্রদেশের টাটিন উপত্যকার নাকরে গ্রামে প্রচণ্ড তুষারপাত হয়। এতে বেশকিছু ঘরবাড়ি ধসে পড়ে। জামিউল্লাহ হাশিমি আরও জানান, কমপক্ষে ২০ বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
ঠিকানা/ছালিক