ওকলাহোমার একজন বিচারককে তার পদ খোয়াতে হলো। অভিযোগ তিনি একটি ২ বছর বয়সী শিশুর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া চলাকালীন নিজের আসনে বসে শত শত মেসেজ পাঠাচ্ছিলেন। যার মধ্যে এমন বার্তাও ছিলো যা প্রসিকিউটরদের কাছে নিছক উপহাস বলে মনে হয়েছে। ডিস্ট্রিক্ট জজ ট্র্যাসি সোডারস্ট্রমের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলা, অফিসে সঠিক মেজাজের অভাব এবং তার অফিস তত্ত্বাবধানে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। যার জেরে তিনি বেঞ্চ থেকে অপসারণের মুখোমুখি হয়েছিলেন। সোমবার থেকে বিশেষ আদালতে সোডারস্ট্রমের বিচার শুরু হওয়ার কথা।  
স্থানীয় গণমাধ্যমে দেওয়া পদত্যাগপত্রে সোডারস্ট্রম বলেছেন, "আমি ন্যায্য এবং দক্ষ পদ্ধতিতে সংবিধান অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বিশ্বাস করি যে আমি তাই করেছি। যাইহোক এই অভিযোগ শুনে আমিও হতবাক হয়েছি।" ওকলাহোমা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন কেন ফোর একটি তদন্তের পরে সোডারস্ট্রমকে অপসারণের সুপারিশ করেছেন যে তিনি প্রসিকিউটরদের উপহাস করেছেন। শুধু তাই নয় শিশু  হত্যাকাণ্ডের বিচারের সময় প্রসিকিউটরের মূল সাক্ষীকে মিথ্যাবাদী বলেছেন। সিকিউরিটি ভিডিওতেও দেখা গেছে গুরুত্বপূর্ণ শুনানি চলাকালীন ফোনে ব্যাট ছিলেন বিচারক। 
সোডারস্ট্রম, যিনি গত বছর দায়িত্ব গ্রহণ করেছিলেন, অক্টোবরে স্বেচ্ছায় অবসর নেন। সূত্র : apnews
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
