Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

‘রাজনীতি করতে হলে ফখরুল-খসরুদের ক্ষমা চাইতে হবে’

‘রাজনীতি করতে হলে ফখরুল-খসরুদের ক্ষমা চাইতে হবে’ ছবি : সংগৃহীত
বাংলাদেশে রাজনীতি করতে হলে মির্জা ফখরুল ও আমির খসরুদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় মোহাম্মদপুরের বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ড. এম ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা তিনি এসব কথা বলেন

নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি অটুট-ঐক্যবদ্ধ ছিল বলেই মির্জা ফখরুল ও আমির খসরুরা জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলন করতে পারেন নাই। এই ব্যর্থতার কারণে তাদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত।

‘আর যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে এই খুন, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

মন্ত্রী বলেন, আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে বিএনপি নেতারা তাদের আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষার জন্য বাগাড়ম্বর করছেন। রাজনৈতিক ভুলধারায় চলার কারণে নিশ্চিত একটি গহ্বরে নিমজ্জিত হতে হয়।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এভাবে অরাজনৈতিক হত্যাকাণ্ড, নির্যাতন-নিপীড়ন ও সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক যাত্রা করেছিলেন মাঝপথেই তাদের রাজনীতির রাজনৈতিকভাবে অপমৃত্যু ঘটেছে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স