Thikana News
২৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৭ জুলাই ২০২৪

স্টার্কের ২৪ কোটি দাম বাড়াবাড়ি মনে করেন গাভাস্কার

স্টার্কের ২৪ কোটি দাম বাড়াবাড়ি মনে করেন গাভাস্কার ফাইল ছবি
আসন্ন আইপিএলের নিলাম টেবিলে ঝড় তুলেছেন দুই অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। দুজনই পেয়েছেন ২০ কোটির অধিক মূল্য। এর মধ্যে সবাইকে ছাপিয়ে মিচেল স্টার্কের মূল্য দাঁড়ায় ২৪ কোটি ৭৫ লাখ রুপি। চড়া মূল্য দিয়ে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের নিলাম ইতিহাসে এখন সবচেয়ে দামি স্টার্ক। তার মূল্য এত ওঠার পর এই নিয়ে কম প্রশ্ন ওঠেনি। এবার ভারতের কিংবদন্তি ক্রিকেটার  সুনিল গাভাস্কারও তুলেছেন প্রশ্ন। সাবেক এই ক্রিকেটার তো বলেই দিয়েছেন যে, এই মূল্য অতিরিক্ত বাড়াবাড়ি। শুধু স্টার্ক নয়, এত মূল্যের উপযুক্ত কেউই নন।

স্টার স্পোর্টসে আলোচনায় গাভাস্কার বলেছেন, ‘খোলাখুলি যদি বলি, এই পারিশ্রমিক অতিরিক্ত বাড়াবাড়ি। আমার মনে হয়, এই পরিমাণ অর্থের উপযুক্ত নয় কেউই। স্টার্ক যদি কোনো প্রভাব রাখতে পারে এবং ১৪ ম্যাচের মধ্যে যদি ৪টি জেতাতে পারে, তাহলে কিছুটা বলা যায় যে, এই টাকা কাজে লেগেছে। আর যদি অন্য ম্যাচগুলোতে অবদান রাখতে পারে, তাহলে তো পুরোপুরিই দারুণ হবে।’

গাভাস্কার আরও বলেছেন, ‘১৪ ম্যাচের অন্তত ৪টিতে ম্যাচ জেতানো স্পেল তাকে করতেই হবে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে করতে হবে। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর, এই দলগুলির বিপক্ষে করতেই হবে। কারণ এই তিন দলের ব্যাটিং লাইন আপ শীর্ষ মানের। এই দলগুলিকে সে গুঁড়িয়ে দিতে পারলে তখন বলা যাবে, এই টাকাটা কাজে লেগেছে।’

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স