বিপিএলের দশম আসরে একের পর এক চমক দেখাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের নামিদামি ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে তারা। এবার খুলনা টাইগার্স দলে ভেড়াল আইপিএল, পিএসএল মাতানো ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী হার্ড হিটার ব্যাটারকে।
বিপিএলের বাকি ম্যাচগুলোতে খুলনার জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে। ১২ ফেব্রুয়ারি (সোমবার) এ তথ্য নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখে, খুলনা টাইগার্স ডেরায় সর্বশেষ বাঘ হিসেবে অ্যালেক্স হেলসকে স্বাগত জানাচ্ছে। চলো স্টেডিয়াম মাতিয়ে রাখি।
বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যালেক্স হেলস এক বড় নাম। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সময় দেয়ার জন্য ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। পিএসএলে করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশ ক্রিকেটারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচে ১৩৮ স্ট্রাইক রেটে ২০৭৪ রান করেছেন হেলস। ঘরোয়া টি-টোয়েন্টিতে এই ইংলিশ ব্যাটারের ৪৩৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১৪৬ স্ট্রাইক রেটে প্রায় ৩০ গড়ে ১২০৮৯ রান রয়েছে তার।
ঠিকানা/ছালিক