Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জেমসের গানে ভক্তদের উচ্ছ্বাস

জেমসের গানে ভক্তদের উচ্ছ্বাস নিউইয়র্ক : সঙ্গীত পরিবেশন করছেন বাউল সম্রাট জেমস। এসময় তারুণের উন্মাদনা ছড়িয়ে পড়ে পুরো অ্যামাজুরা হল।  ছবি- নিহার সিদ্দিকী
বাংলাদেশি মালিকানাধীন প্রমোটার প্রতিষ্ঠান শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) আয়োজনে ৪ জুন রোববার নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল খ্যাত জেমসের লাইভ ইন কনসার্ট। এদিন সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া কনসার্টে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের হৃদয়।
অনুষ্ঠানে সবার শেষের দিকে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। তার সুরের মুর্ছনায় দর্শকরা হয়ে পড়েন মাতোয়ারা।
পড়েন মাতোয়ারা। অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে।
প্রায় চার বছর পর নিউইয়র্কে ওপেন এয়ার কনসার্টে অংশ নিলেন জেমস। এর আগে ২৮ মে রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রথম ওপেন এয়ার কনসার্টে প্রায় ১৫ হাজার দর্শককে মাতিয়ে রাখেন জেমস। 
সুরের সমুদ্রে শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালবাসা, কখনও চোখে অশ্রু আবার উম্মাদনা ছড়িয়ে জেমস শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন ‘মা’। মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায় দর্শক তখন পাগল। নেচে গেয়ে আর হেলে দুলে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেয়াই ছিল কঠিন।
জেমসের গান শোনার জন্য নিউ ইয়র্ক ছাড়াও পার্শ্ববর্তী কানেকটিকাট, নিউ জার্সি ও পেনসিলভেনিয়া থেকে প্রবাসীরা ছুটে আসেন। শ্রোতারা জানিয়েছেন, এ যুগের সেরা লাইভ ইন কনসার্ট ছিল এটি। 
কনসার্টে প্রবেশের জন্য বিকাল থেকেই লম্বা লাইন শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে আগত দর্শক-শ্রোতাদের। গান শোনার পাশাপাশি জেমসকে এক নজর দেখার জন্য বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে আসেন তার ভক্তরা।
লাইভ ইন কনসার্টে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। তিনি বলেন, আজ যে তারুণ্যের উচ্ছ্বাস দেখছি তা ধরে রাখতে হবে। তিনি সুন্দর অনুষ্ঠানের জন্য শোটাইমকে ধন্যবাদ জানান। 
শোটাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, জেমসের কনসার্টে এতো দর্শক-শ্রোতা আসবেন সেটা অনুমানের বাইরে ছিল। জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা মুখিয়ে থাকেন। তবে এবারের কনসার্ট ছিল আগেরবারের তুলনায় ব্যতিক্রম।
তিনি বলেন- এই সাফল্য শুধু আমার নয়, এর পেছেনে সকল পৃষ্ঠপোষক, সংবাদকর্মী ও নেপথ্যে কলাকূশলীবৃন্দ। তাদের সহযোগিতা না পেলে আমার একার পক্ষে এতবড় আয়োজন করা বেশ কঠিন হত।
অনুষ্ঠান শেষে জেমসকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমার এবং যুক্তরাষ্ট্রের মূলধারার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে টিকেটের শ্রেণিমূল্য থাকলেও জেমস তার গানের মাধ্যমে সবাইকে এক সারিতে নিয়ে যান। সবাই প্রিয় শিল্পীর সঙ্গে নেচে গেয়ে আত্মহারা হয়ে ওঠেন।  
লাইভ ইন কনসার্টের অন্যতম স্পন্সর ছিলেন রাহাত আল মোক্তাদির, রায়হান জামান, শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, আসেফ বারী, নূরুল আজিম, হেলাল মিয়া, তারেক হাসান খান, বিলাল চৌধুরী, দুলাল বেহেদু, মফিজুর রহমান প্রমুখ।  
আগামী ২৫ জুন রোববার অ্যামাজুরা হলে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আবারো গাইবেন নগর বাউল জেমস। 

কমেন্ট বক্স