Thikana News
১৪ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

হৃদয়

হৃদয়
জামাল আস-সাবেত


রাতের আবছা শরীরের আকাশে তাকিয়ে থাকা গঙ্গাত্রাহী হৃদয়
যৌবনপোড়া চাঁদের আলোয় জোয়ারে ফেঁপে ওঠে
কে বলে বলহীন হৃদয়?
হৃদয় দুর্জয়
আরাধনায় সাধনায় অজেয় এক পরাশক্তি 
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেভাবে রাশিয়া হলো
যেভাবে আফগান থেকে একেক করে লেজ গুটাল ওরা
এভাবেই আমার হৃদয় ছিনিয়ে নেবে সমস্ত আবেগ, প্রেম, ভালোবাসার মুকুট।

কমেন্ট বক্স