Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার, সাদপন্থীদের কাছে মাঠ হস্তান্তর

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার, সাদপন্থীদের কাছে মাঠ হস্তান্তর ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামী ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এ জন্য প্রশাসনের মধ্যস্থতায় ইজতেমা ময়দান জুবায়েরপন্থীদের কাছ থেকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা দায়িত্ব বুঝে নিয়েছেন।

৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টায় সাদপন্থীরা ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেন। এর আগে বেলা ১টায় প্রশাসন জুবায়েরপন্থীদের নিকট থেকে ময়দান বুঝে নেয়।

এরপর বেলা ৩টায় বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র থেকে সাদপন্থীরা বিশ্ব ইজতেমা ময়দানের আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহীম খান, সাদপন্থী নেতা ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, মো. হারুন অর রশিদ, মো. সায়েম, হাজী মনিরসহ প্রত্যেক নজমের জিম্মাদাররা উপস্থিত ছিলেন। জুবায়েরপন্থীদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, রুহুল আমিন, আলমগীর হোসেন, জামের আলী, ইঞ্জিনিয়ার আবুল মমিন প্রমুখ।

এর আগে বেলা ১টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম জুবায়েরপন্থীদের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে নেন।

দায়িত্ব বুঝে নিয়ে জিএমপি কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। বিকাল ৩টায় সাদপন্থীদের কাছে হস্তান্তর করা হবে।’

সাদপন্থীদের ময়দান বুঝিয়ে দিয়ে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজক সাদপন্থীদের হাতে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রশাসন প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাকে সার্বিক সহযোগিতা করবে।

২-৪ ফেব্রুয়ারি জুবায়েরপন্থীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স