Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

  ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলের যুগপূর্তি

  ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলের যুগপূর্তি নিউইইয়র্ক : এক যুগ পূর্তিতে কেক কাটছেন ওয়ার্ল্ড ট্যুরসের কর্ণধার শামসুদ্দীন বশির। 
প্রবাসে বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় ট্রাভেল এজেন্সি ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল কমিউনিটি সেবার একযুগ পূর্তি উদযাপন করেছে। গত ৩০ মে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির জ্যাকসন হাইটসের ৭৫ স্ট্রিটের বাণিজ্যিক কার্যালয়ে যুগপূর্তি উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 
প্রতিষ্ঠানের কর্ণধার মো. শামসুদ্দীন বশির অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, আমরা একটি পরিবারের মতো যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাশে থেকে দীর্ঘ ১২ বছর ধরে সেবা করে আসছি। আমাদের ওপর কমিউনিটির আস্থা, বিশ্বাস ও ভালোবাসাকে আশির্বাদ হিসেবে গ্রহণ করেছি।
তিনি জানান, আমরা আমাদের কমিউনিটির ভাইবোনদের সুবিধার্থে আমরা বিশেষ সুবিধা চালু করেছি। ঘরে বসে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজে যেকোনো দেশে ভ্রমণের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণের জন্য বিমান টিকেট সংগ্রহ করতে পারেন । গ্রাহকদের সুবিধার্থে ২৪/৭ কাস্টমার সাপোর্ট, ইন্টারন্যাশনাল হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, সেন্ড মানি ইত্যাদি ব্যবস্থা চালু করেছি। প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন ছারছিনা শরীফের বড় হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। এতে কমিউিনিটির বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
 
 

কমেন্ট বক্স