Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

শেখ হাসিনাকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন 

শেখ হাসিনাকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন 
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ইরাকলি গারিবাশভিলি লেখেন, ‘জর্জিয়া সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’

জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটি দেখে আনন্দিত, আমাদের উভয় দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।’

প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স