আগের সব রেকর্ড ভেঙে জানুয়ারিতে বাংলাদেশ মোট ৫৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি।
এর আগে এক মাসের সর্বোচ্চ রপ্তানি হয়েছিল গত বছরের ডিসেম্বরে। জানুয়ারিতে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ। যদিও তা লক্ষ্যের চেয়ে কিছুটা কম।
চলতি অর্থবছরের ৭ মাসে মোট রপ্তানি আয় এসেছে ৩ হাজার ৩২৬ কোটি ৪৭ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ২৪৪ কোটি ডলার। এ সময় রপ্তানিতে ২ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
তৈরি পোশাক খাতে চলতি অর্থবছরের ৭ মাসে রপ্তানি আয় এসেছে ২ হাজার ৮৩৬ কোটি ডলার। এ খাতে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৩ শতাংশ।
ঠিকানা/এনআই