Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়ার পথে নিহত ২, আহত ১১

আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়ার পথে নিহত ২, আহত ১১ ছবি : সংগৃহীত





 
গাজীপুরের টঙ্গীতে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ৪ ফেব্রুয়ারী (রবিবার) সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে যাচ্ছিলেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- ফিরোজ (৫০) জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)।
 
প্রত্যক্ষদশীরা জানান, ৪ ফেব্রুয়ারী (রবিবার) সকাল পৌনে সাতটার দিকে টঙ্গীর সিলমুন আকিজ কারখানার সামনে পুবাইল থেকে টঙ্গীগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক, অটোরিকশায় থাকায় আটযাত্রী ও দুই পথচারীসহ ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলমুন স্পেসালিস্ট হাসপাতালে নেন। সেখান থেকে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার সকালে অটোরিকশার সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে চিকিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতদের কোনো আত্মীয় স্বজন যোগাযোগ করেননি।

আহত ও নিহতরা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে যাচ্ছিলেন।

ঠিকানা/ছালিক  

কমেন্ট বক্স