Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

আবারও লজ্জার হার সিলেটের

আবারও লজ্জার হার সিলেটের ছবি সংগৃহীত





 
এক ম্যাচ পরই আবারও মুখ থুবড়ে পড়তে হলো সিলেট স্ট্রাইকার্সকে। রংপুর রাইডার্সের কাছে তারা হেরেছে ৭৭ রানে। রংপুরের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮৫ রানেই থামে তাদের ইনিংস। ওপেনিংয়ে সুবিধা করতে না পেরে নিজের ব্যাটিং অর্ডার নিচে নিয়ে গিয়েছিলেন সিলেট অধিনায়ক মিঠুন। শামসুর রহমানকে সেইখানে চেষ্টা করিয়ে সুফল পাওয়া যায়নি।

এই ম্যাচে হ্যারি টেকটর আসেন শান্তর সঙ্গে ইনিংস শুরু করতে। তিনিও ব্যর্থ হন। ফিরে যান ৪ বলে ৬ রান করেই। এরপর একে একে সবাই হাঁটেন একই পথে। বাজে ফর্মের ছায়া থেকে বেরিয়ে আসতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৩ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।

সিলেটের প্রথম ছয় উইকেটের পতন হয় ৩০ রানের মধ্যে। প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল একজন, সামিত প্যাটেল। তিনি করেন ২০ বলে ১১ রান। ১১.৪ ওভারে দলের ৪৭ রানে সপ্তম উইকেটের পতনের পর নাইম হাসানকে নিয়ে ক্রিজে দীর্ঘক্ষণ পড়ে থেকে ৩৭ রানের জুটি গড়েন রায়ান বার্ল। তিনি করেন ৩২ বলে ৪৩ রান।

বোলিংয়ে প্রথম ওভারটিই উইকেট মেডেন করেন সাকিব আল হাসান। ৪ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদী হাসান। নবিও নেন তিন উইকেট।

এর আগে দুই ম্যাচ পর আবার ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন সাকিব। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) ৪ নম্বরে নেমে হ্যারি টেকটরের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন সাকিব। তবে বাবর আজম ও অধিনায়ক নুরুল হাসান সোহানের চল্লিশোর্ধ্ব দুই ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৬২ রান করে রংপুর রাইডার্স। ৩৭ বলে ৭ চারে ৪৭ রানের ইনিংস খেলেন বাবর। সোহান করেন ৪৬ রান। ৫ চার ও ১ ছয়ে ৩০ বলে এ রান করেন রংপুর অধিনায়ক। আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে আসে ২২ রান।

সিলেটের সামিত প্যাটেল ও হ্যারি টেকটর দুটি করে উইকেট নেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স