নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের ঘোষণা দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। গত ২৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় জ্যামাইকার একটি পার্টি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
আগামী ২০ ও ২১ এপ্রিল জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে দুদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
এদিন চলচ্চিত্র উৎসবের অ্যাওয়ার্ড, লোগো ও ওয়েবসাইটের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট সিইও শাহনেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট ও সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ এবং আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান ও ভাইস প্রেসিডেন্ট এশা রহমান।
আয়োজকরা বলেন, সবার সহযোগিতায় চলচ্চিত্র উৎসবকে আমরা সত্যিকারের আন্তর্জাতিক মানের উৎসবে রূপ দিতে সব পরিকল্পনা তৈরি করছি।
অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনের উদ্যোগে শিশুদের ক্যানসার চিকিৎসায় তহবিল সংগ্রহে অনেকে আর্থিক সহযোগিতা করেন।
ইতিমধ্যে চলচ্চিত্র উৎসবকে ঘিরে তিন সদস্যের জুড়ি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে প্রায় ১০০ বাংলা চলচ্চিত্র জমা পড়বে বলে আশা করছেন আয়োজকরা।
সাংবাদিক হাসানুজ্জামান সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ওয়ার্কার ও লেখক অনির্বাণ ভট্টাচার্য, চলচ্চিত্র পরিচালক মোয়াজ্জেম এইচ চৌধুরী।
অনুষ্ঠানে সুচিত্রা সেন মেমোরিয়ালের প্রতিষ্ঠাতা ও উৎসবের আহ্বায়ক গোপাল সান্যাল সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ, টিভি অভিনেত্রী রেখা আহমদ, লুৎফুন নাহার লতা, অভিনেতা খায়রুল ইসলাম পাখি, বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ সাম্মু, সংস্কৃতিকর্মী মিথুন আহমেদ, বাংলা ক্লাব ইউএসএ’র নুরুল আমিন বাবু প্রমুখ।
২০১২ সালে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্কে প্রতি বছর এই উৎসব হয়ে আসছে। এবারই প্রথম এই আয়োজনকে বড় পরিসরে নিয়ে গিয়ে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে রূপ দেয়া হচ্ছে।