Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

জ্যামাইকা থিয়েটার মঞ্চস্থ করলো ‘ময়নার চর’ 

জ্যামাইকা থিয়েটার মঞ্চস্থ করলো ‘ময়নার চর’ 



 
জলি আহমেদ : নিউইয়র্কের জ্যামাইকায় মেরি লুইস অডিটরিয়ামে গত ২৮ জানুয়ারি রোববার মঞ্চায়ন হলো ‘ময়নার চর’ নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটকটি মঞ্চায়ন করে জ্যামাইকা থিয়েটার ইনক। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যামাইকা থিয়েটার ইনক্ এর সভাপতি শেখ হায়দার আলী, প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সিংহ।
নাটকটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেন আব্দুল হাই দুর্বার। পরিচালনা করেন কামরুল ইসলাম জয় এবং সার্বিক নির্দেশনায় ছিলেন গোবিন্দ দাস।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, গোবিন্দ  দাস, এ কে এম ইলিয়াস, তাসকিন হক, আনোয়ার হোসেন, প্রদীপ ভট্টাচার্য্য, কামরুল ইসলাম জয়, মোহর খান, আখতার  বাবুল, নুর মোহাম্মদ, শেখ হায়দার আলী, ফারুক, সহদেব, নাজিয়া জাহান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীরা হলেন- ডা. নার্গিস রহমান, ডা. শাহনাজ লিপি, আফরোজা লতা, নিপা জামান, অমিতা সিংহ, তুহিন, তমা চক্রবর্তী , গোপাল রায়। নৃত্যশিল্পীরা হলেন- সুমনা, লিয়ানা, এলিস হাওলাদার।
পুরো আয়োজনটি উপস্থাপনা করেন আহসান হাবিব। তাকে সহযোগিতা করেন জ্যামাইকা থিয়েটারের সাধারণ সম্পাদক ফারহানা আমান নুপুর। 
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ আখতার বাবুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, প্রধান সমন্বয়কারী সাইদুর খান ডিউক, সমন্বয়কারী নাজিয়া জাহান, সদস্য সচিব ডা. নার্গিস রহমান ও যুগ্ম সদস্য সচিব কানিজ ফাতেমা শাওন। 

কমেন্ট বক্স