Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ

মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে রয়েছে- শুকনো খাবার, তাঁবু, ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সংগ্রহ করা এসব ত্রাণসামগ্রী ৩ জুন (শুক্রবার) বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে মিয়ানমারের ইয়াঙ্গুনে পাঠানো হয়।

জাহাজটি আগামী সোমবার ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্যের দুর্দশাগ্রস্ত জনগণের জন্য এই সহায়তা পাঠানো হয়েছে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স