Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

এফএ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি

এফএ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি ছবি : সংগৃহীত





 
এলকাই গুন্দুয়ানের জোড়া গোলে ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। ২-১ ব্যবধানের জয় নিয়ে ইংলিশ লিগের দ্বিতীয় দল হিসেবে স্বপ্নের ট্রেবল জয়ের পথে আরও এগিয়ে গেল সিটিজেনরা।  ওয়েম্বলি স্টেডিয়ামে ট্রেবল জেতার নেশায় মত্ত হয়ে মাঠে নামে ম্যানসিটি। কেউ কিছু বুঝে ওঠার আগেই অসাধারণ নৈপুণ্যে ইউনাইটেড শিবিরে আঘাত হানেন গুন্দুয়ান। ডি-বক্সের সামনে বল পেয়ে দুর্দান্ত ভলিতে এফএ কাপ ফাইনালের দ্রুততম গোলটি করেন তিনি।

গোল খেয়ে আক্রমণের ধার বাড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। বেশকিছু সুযোগও তৈরি করে তারা। সিটি ডি-বক্সে জ্যাক গ্রিলিশের হাতে বল লাগলে পেনাল্টি পায় ম্যানইউ। নিখুঁত শটে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। বিরতির পর আরও ধারালো আক্রমণ চালায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৫১ মিনিটে ফের দৃশ্যপটে গুন্দুয়ান। তার দর্শনীয় ভলিতে লিড নেয় ম্যানসিটি। এই জয়ে ডাবল পূর্ণ হলো ম্যানসিটির। আগামী ১১ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলবে গার্দিওয়ালার শিষ্যরা। ২৪ বছর পর প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে ট্রেবল জয়ের হাতছানি সিটিজেনদের।


ঠিকানা/এম

কমেন্ট বক্স