ব্রাহ্মণবাড়িয়ায় একটি পুকুরের পাড়ে পড়ে থাকা লাগেজ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাগেজে মাথা না থাকায় তাৎক্ষণিক মৃতদেহ শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, লাগেজে তরুণীর দেহ পাওয়া গেলেও সেখানে মাথা ও দুই পা ছিল না। পুলিশ তরুণীর দেহাবশেষ খুঁজছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি পুকুরের পাড় থেকে অজ্ঞাত ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোসহ ঘটনার তদন্ত চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, স্থানীয় লোকজন সকালের দিকে এক যুবককে লাগেজ নিয়ে কাছাকাছি এলাকার সড়কে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।
নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


