Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দুর্ঘটনায় যশবন্ত সিংয়ের পুত্রবধূ নিহত, ছেলে হাসপাতালে

দুর্ঘটনায় যশবন্ত সিংয়ের পুত্রবধূ নিহত, ছেলে হাসপাতালে ছবি : সংগৃহীত
ভারতের সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিংয়ের ছেলে সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র সিং দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এতে নিহত হয়েছেন মানবেন্দ্র সিংয়ের স্ত্রী চিত্রা সিং।  

৩০ জানুয়ারি (মঙ্গলবার) রাজস্থানের আলওয়ারে এ ঘটনা ঘটে। এতে গাড়ির চালকও আহত হন। 

জানা গেছে, ঘটনাস্থলেই চিত্রার মৃত্যু হয়। মানবেন্দ্র, তার ছেলে হামির এবং গাড়ির চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে ২০২০ সালে মৃত্যু হয়েছিল যশবন্ত সিংয়ের। বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন যশবন্ত। পরে মৃত্যু হয় তার। আর এবার তার ছেলে মানবেন্দ্র এবং তার পরিবার ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়ল। 

দুর্ঘটনা প্রসঙ্গে আলওয়ারের সহকারী পুলিশ সুপার জানান, দুর্ঘটনার কারণ নাকি এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে দিয়ে খুব জোরে গাড়িটি চলছিল। তার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইডওয়ালে ধাক্কা মারেন। 

প্রসঙ্গত, যশবন্তের পুত্র মানবেন্দ্র সিং ২০০৪ থেকে ২০০৯ সালে বারমের আসন থেকে লোকসভার সংসদ সদস্য ছিলেন। এর পর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজস্থান বিধানসভার বিধায়কও ছিলেন তিনি। ভারতীয় সেনার কর্নেল পদে আছেন তিনি। 

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স