উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর থেকে হেরেই চলেছে দুর্দান্ত ঢাকা। সিলেটে সোমবার (২৯ জানুয়ারি) রাতের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনাররা দারুণ শুরু এনে দেওয়ার পরও সুবিধা করতে পারেনি দুর্দান্ত ঢাকা। ১০ উইকেটের করুণ হার হয়েছে তাদের।
শুরুতে ওপেনার মোহাম্মদ নাইম ব্যাটে ঝড় তুললেও ৯ উইকেটে ১৩০ রানে থেমে যায় ঢাকার ইনিংস। আরেক ওপেনার সায়েম আইয়ুবের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েছিলেন তিনি। যার মধ্যে নাইম ২১ বলে করেছেন ৪১ রান। ৩৫ রান করা সায়েমকে ফিরিয়ে ঢাকার ধসের শুরু করেন দাসুন শানাকা। পরের ৩৯ রান করতেই ঢাকা হারিয়েছে সব কটি উইকেট।
খুলনার হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মুকিদুল ইসলাম।
১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুলনাকে ঝোড়ো শুরু এনে দেন আহত অবসরে যাওয়া এভিন লুইস (১৩ বলে ২৬ রান)। অধিনায়ক এনামুল হক বিজয়ের (৫৮ *) ফিফটিতে বাকি পথ স্বাচ্ছন্দ্যেই পাড়ি দেয় খুলনা। আফিফ হোসেন অপরাজিত ছিলেন ৩৭ রানে।
এ নিয়ে চার ম্যাচের চারটিতে জিতল খুলনা। পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন তারা। টানা তিন হারে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে ঢাকা।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
