দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্ব হবে ১২ দল নিয়ে। সুপার সিক্স পর্বে আছে গ্রুপিং সিস্টেম। সুপার সিক্স পর্বে প্রতি গ্রুপে দল ছয়টি করে। বাংলাদেশ নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে নিশ্চিত করেছে সুপার সিক্স।
সুপার সিক্সে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো থাকবে একটি গ্রুপে। আরেক গ্রুপে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো। সুপার সিক্সের এক গ্রুপে ছয় দল থাকলেও প্রতি দল ম্যাচ খেলবে দুটি করে। নিজ গ্রুপ বাদ দিয়ে অন্য গ্রুপের দুই দলের বিপক্ষে খেলা। কিন্তু গ্রুপ পর্বের সমপর্যায়ে থাকা অন্য গ্রুপের দলের বিপক্ষে খেলতে হবে না।
তাই ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের প্রথম ও তৃতীয় দল। ফলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।
৩১ জানুয়ারি নেপাল আর ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এই দুই ম্যাচে জিতেও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত নাও হতে পারে। কারণ গ্রুপ পর্বের পয়েন্টও যুক্ত হবে এই পর্বে। ভারতের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশের যুবারা। তবে বড় ব্যবধানে জিতে রানরেটে এগিয়ে থাকলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা বাড়বে বাংলাদেশের।
ঠিকানা/এনআই