Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দেশে অর্থনৈতিক সংকট তৈরির সুযোগ নেই: সালমান এফ রহমান 

দেশে অর্থনৈতিক সংকট তৈরির সুযোগ নেই: সালমান এফ রহমান  ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দেশকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়। দেশ নাকি অর্থনৈতিক সংকটে পড়বে, সঠিক সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। কিন্তু ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে। দেশে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের পরে বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতরা প্রধান মন্ত্রীরা শুভেচ্ছা জানিয়েছে।’ 

২৮ জানুয়ারি (রবিবার) সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর বাজারে নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী সিলেট ৩ আসনের সংসদ সদস্য আব্দুল মোমেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্র নায়ক ফেরদৌস প্রমুখ।

তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হচ্ছে, প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিকে যে জায়গাতে নিয়ে এসেছেন সেই জায়গাতে ধরে রাখা। তবে কোভিড, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন ইসরাইল ফিলিস্তিনর যুদ্ধের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করতে হবে। এখন দেশের অর্থনীতি ভালো চলছে। আর আমরা অর্থনৈতিক সংকটে না পড়ার প্রধান কারণ বাংলাদেশের কৃষি। বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় শক্তি কৃষি খাত। প্রতিবছর সারাদেশে কৃষির বাম্পার ফলন উৎপাদন হচ্ছে এই কারণে অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ নেই।’ 

বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘রমজানের আগে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ, তেল ও ডাল আমদানি করা হবে। যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এই আমদানির বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর কথা হয়েছে। রমজানের আগেই তা চালু হবে বলে কথা দিয়েছেন। সুতরাং রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স