ঠিকানা রিপোর্ট : ইউএস কংগ্রেসওমেন রাশিদা তালিব নিউইয়র্কে আসছেন। তিনি ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত এখানে অবস্থান করবেন। এই সময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি তিনি বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশি মুসলিম কমিউনিটি ছাড়াও আরো যেসব কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন, এর মধ্যে রয়েছে ইয়েমেনি ব্রাদার্স ও ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি। তিনি নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি ও কানেক্টিকাটেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং বিভিন্ন কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন। সেখানে তাদের অবস্থান জানবেন, তাদের আশা-আকাক্সক্ষা, প্রত্যাশা এবং আরো কী কী করা প্রয়োজন, সেসব বিষয় জানবেন। তিনি কমিউনিটির মানুষের কথা শোনার পাশাপাশি তার মতামতও তুলে ধরবেন। আগামী দিনের নেতৃত্ব তৈরি করার জন্য কী কী করা দরকার, সেসব বিষয়েও দিকনির্দেশনা দিতে পারেন। পাশাপাশি তার জন্য ফান্ড রেইজ করা হবে।
সূত্র জানায়, রাশিদা তালিবকে নিয়ে কমিউনিটি নেতা গিয়াস আহমেদের বাসায় অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। তবে জ্যাকসন হাইটসেও অনুষ্ঠানটি হতে পারে। কারণ সেখানে বেশি মানুষ সহজে কম সময়ে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এবং বেশি অর্থ সংগ্রহ করা সম্ভব হবে। এটি করা হলে কমিউনিটি লাভবান হবে। এ ব্যাপারে সূত্র জানায়, রাশিদা তালিবকে বৈঠকে আনার জন্য বেশ কয়েকজন কমিউনিটি লিডার কাজ করছেন। তারা চাইছেন তিনি এখানকার অবস্থা জেনে কেন্দ্রীয় সরকারের কাছে তা তুলে ধরবেন।
এ ব্যাপারে গিয়াস আহমেদ বলেন, রাশিদা তালিব নিউইয়র্কে আসছেন। আমরা তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। তার জন্য আমরা এটি ফান্ড রেইজ করার চেষ্টা করব। জ্যাকসন হাইটসে করা হলে বেশি সংখ্যক মানুষ হতে পারে, এমন কথা কেউ কেউ বলছেন। তা না হলে লং আইল্যান্ডে আমার বাসায়ও মতবিনিময় করা যেতে পারে। সবার সঙ্গে আলোচনা করেই স্থান নির্ধারণ করা হবে।