
মার্কিন সামরিক বাহিনীতে অবৈধ অভিবাসীসহ অ-নাগরিকদের আরও নিয়োগ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ইলিনয়ের ডেমোক্র্যাট দলীয় মার্কিন ‘সামরিক বাহিনীতে আরো সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। তিনি অ-নাগরিকদের সেবা করার যোগ্যতা সম্প্রসারণের মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীতে নিয়োগের ঘাটতি মোকাবেলার একটি উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।
স্টারস অ্যান্ড স্ট্রাইপসের মতে, যুক্তরাষ্ট্রে যোগ্য নিয়োগের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনশক্তির প্রয়োজনীয়তা মেটাতে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এনলিস্ট অ্যাক্ট লেবেলযুক্ত প্রস্তাবিত আইনটি করা হয়েছে।
ইরাক ওয়ার ভেটেরান ও সাবেক আর্মি ব্ল্যাক হক পাইলট ডাকওয়ার্থ বলেন, ‘আমাদের মহান জাতির উচ্চ যোগ্য ও দীর্ঘকালের বাসিন্দাদের তাদের পছন্দের দেশকে সেবা করার সুযোগ দেয়া দরকার। এজন্য প্রক্রিয়াটি মেধাবীদের আরও ভালো অ্যাক্সেস দেয়ার এবং আমাদের সেনাবাহিনীর প্রস্তুতির উন্নতি করার একটি সাধারণ উপায়।’
আইনটি পাস হলে যারা ন্যূনতম পাঁচ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের জন্য সেনাবাহিনীর দরজা খুলে দেবে। এর মধ্যে রয়েছে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রাম দ্বারা সুরক্ষিত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষিত মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং অভিবাসী ভিসার জন্য অনুমোদিত আবেদনকারীরা।
স্টারস অ্যান্ড স্ট্রাইপসের মতে, যুক্তরাষ্ট্রে যোগ্য নিয়োগের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনশক্তির প্রয়োজনীয়তা মেটাতে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এনলিস্ট অ্যাক্ট লেবেলযুক্ত প্রস্তাবিত আইনটি করা হয়েছে।
ইরাক ওয়ার ভেটেরান ও সাবেক আর্মি ব্ল্যাক হক পাইলট ডাকওয়ার্থ বলেন, ‘আমাদের মহান জাতির উচ্চ যোগ্য ও দীর্ঘকালের বাসিন্দাদের তাদের পছন্দের দেশকে সেবা করার সুযোগ দেয়া দরকার। এজন্য প্রক্রিয়াটি মেধাবীদের আরও ভালো অ্যাক্সেস দেয়ার এবং আমাদের সেনাবাহিনীর প্রস্তুতির উন্নতি করার একটি সাধারণ উপায়।’
আইনটি পাস হলে যারা ন্যূনতম পাঁচ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের জন্য সেনাবাহিনীর দরজা খুলে দেবে। এর মধ্যে রয়েছে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রাম দ্বারা সুরক্ষিত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষিত মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং অভিবাসী ভিসার জন্য অনুমোদিত আবেদনকারীরা।