লায়ন্স ক্লাবের ‘মিট অ্যান্ড গ্রিট’

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১৪:০৮ , চলতি সংখ্যা
ব্যতিক্রমী আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো জমজমাট ‘মিট অ্যান্ড গ্রিট’। লায়ন্সদের গণ্ডি পেরিয়ে দলমত নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দ সামিল হয়েছিলেন এ অনুষ্ঠানে। গত ২১ জুলাই গোল্ডেন এজ পার্টি হলে আয়োজিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে লায়ন্সের নব-নির্বাচিত সভাপতি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ এবং সংগঠনের সাধারণ সম্পাদক জেএমএম রাসেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আগতরা। অনুষ্ঠানে শাহ নেওয়াজ ঘোষণা দেন, লায়ন্সের নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক আগামী ২৬ আগস্ট কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে। 
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, লায়ন্স ক্লাবকে গণমুখি কমিউনিটির আস্থার সংগঠনে পরিণত করতে হবে। মতামতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু ক্লাব কাজ করবে এক ছাতার নিচে। মনে রাখতে হবে, এই ক্লাব দিনদিন মানুষের আস্থার জায়গাটি দখল করে নিচ্ছে। ঐক্যই আমাদের শক্তি। আগামীতে ঐক্য, সহনশীলতা ও সহমর্মিতায় ক্লাব এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এদিকে ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানকে সফল করার জন্য গঠিত হয় একটি কনভেনিং কমিটি। এতে ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক হাসান জিলানী আহ্বায়ক, সারোয়ার খান বাবু সদস্য সচিব ও রফিকুল ইসলাম ডালিম চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আহসান হাবিব। 
শুরুতেই বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক ফুলের তোড়া দিয়ে ক্লাবের নব-নির্বাচিত সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক জেএফএম রাসেলকে বরণ করে নেন। এরপর সারোয়ার খান বাবুর পরিচালনায় নতুন কমিটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান, অ্যাটর্নি মঈন চৌধুরী, নাসির আলী খান, লায়ন্সের প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, ফিরোজ আলম, কাজী আজম, মোহাম্মদ হোসেন খান, রানো নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সারোয়ার চৌধুরী সিপিএ, ওসমান গণি, রেজা রশীদ, মশিউর রহমান মজুমদার, রকি রায়ান, আব্দুর রশীদ বাবু, আবুল কাশেম, নমি, একেএম রশীদ ও মোস্তফা অনিক রাজ। কোরআন তোলোয়াত ও দোয়া পরিচালনা করেন এমএস আলম।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041