
পালতোলা নৌকায় জীবনের সুর
নবীনের বুকে বাজে গান,
নাচিয়ে পুচ্ছ যায় দোয়েল বহুদূর
তুলি হাতে সবুজের প্রাণ।
মিশকালো রাতে নাচে জোনাকির দল
ইন্দুতে জন্মের দাগ,
আশার দোলায় দোলে জলে শতদল
মাছ খোঁজে ভৈরবী রাগ।
রংধনু বুঝে নেয় আবিরের রং
প্রিয়তমা মেঘ দেখে বৃষ্টি,
অবিনাশী পৃথিবীতে সূর্যের ঢং
তনুমনে ছবি আঁকে সৃষ্টি।
মনমরা ময়ূরের কদাকার পা
অদেখা সুখ ঝরে পেখমে,
তুলতুলে বিছানায় মেলে দিয়ে গা
মিয়া-বিবি সুখ খোঁজে জখমে!!
নবীনের বুকে বাজে গান,
নাচিয়ে পুচ্ছ যায় দোয়েল বহুদূর
তুলি হাতে সবুজের প্রাণ।
মিশকালো রাতে নাচে জোনাকির দল
ইন্দুতে জন্মের দাগ,
আশার দোলায় দোলে জলে শতদল
মাছ খোঁজে ভৈরবী রাগ।
রংধনু বুঝে নেয় আবিরের রং
প্রিয়তমা মেঘ দেখে বৃষ্টি,
অবিনাশী পৃথিবীতে সূর্যের ঢং
তনুমনে ছবি আঁকে সৃষ্টি।
মনমরা ময়ূরের কদাকার পা
অদেখা সুখ ঝরে পেখমে,
তুলতুলে বিছানায় মেলে দিয়ে গা
মিয়া-বিবি সুখ খোঁজে জখমে!!