৩০ বছর পূর্তিতে বিপার আয়োজন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১২:৪০ , চলতি সংখ্যা
বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) ৩০ বছর পূর্তি হয়েছে চলতি বছর। এ উপলক্ষে বিপার উদ্যোগে জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ২৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিপার ৩০ বছর পূর্তি উৎসব উদ্্যাপন করা হচ্ছে ‘চিয়ার্স টু বিপা’স থার্টি ইয়ার্স’ শিরোনামে। দীর্ঘদিনের পথচলায় যারা বিপার সঙ্গে ছিলেন, যারা দিনের পর দিন বিপার পাশে থেকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং দীর্ঘ ৩০ বছরে বিপা থেকে সেসব শিক্ষার্থী গান, নাচ, আবৃত্তি, বাদ্যযন্ত্র বাজানোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এখন সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখছেন; বছরপূর্তির এই আয়োজনে তাদেরসহ সবাইকে অংশগ্রহণ করার জন্য বিপার তিন কন্যা ও তিন গুণী শিল্পীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিপার পরিচালক এ্যানি ফেরদৌস জানান, হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছর পার করেছে বিপা। পহেলা বৈশাখ আমাদের বছরপূর্তি হয়। সেই হিসাবে ২০২৩ সালের এপ্রিলে ৩০ বছর পূর্তি হয়েছে। আমরা চেষ্টা করেছি শিল্প-সংস্কৃতি চর্চা করার। চেষ্টা করেছি এখানে জন্ম নেওয়া ও এখানে ইমিগ্র্যান্ট হয়ে আসা সন্তানদের সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে। নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখানোর পাশাপাশি দেশের সংস্কৃতি জানানোর চেষ্টা করছি। সেটি আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি।
বিপার ৩০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে নিউইয়র্কের শিল্পীরা ছাড়াও অন্যান্য স্টেট এবং বাংলাদেশ থেকে বিশেষ কয়েকজন আমন্ত্রিত অতিথি যোগ দেবেন। এর মধ্যে বাংলাদেশ থেকে তিনজন আর প্রবাসী দুজন শিল্পী থাকবেন। বাংলাদেশ থেকে আসছেন অভিনেত্রী নায়লা আজাদ নূূপুর, নৃত্যশিল্পী হাসান ইশতিয়াক আহমেদ এবং জুরাইয়া মৌলি। তাদের নির্দেশনায় বিপার শিল্পীদের পরিবেশনায় থাকবে বিশেষ পর্ব। প্রবাসের যে দুজন শিল্পী থাকবেন, তারা হলেন ক্যালিফোর্নিয়া থেকে আরজিন কামাল ও তার দল এবং বিরশা চট্টোপাধ্যায়ের ব্যান্ড কোয়াট্রেট।
চার দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে নানা পর্ব ও বর্ণিল আয়োজন। অনুষ্ঠানের প্রথম দিন ২৭ জুলাই থাকবে উদ্বোধনী পর্ব। থাকবে নারী, ট্রান্সজেন্ডার, নন-বাইনারি শিল্পীদের সমন্বয়ে গঠন করা ব্যান্ডের ফোগাঅ্যাজুল এনওয়াইসির সংগীত পরিবেশনা। থাকবে বিশিষ্ট ব্যক্তিদের কথা বলার অনুষ্ঠান। এই পর্বের নাম হচ্ছে বিপা এবং আপনি। প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ২৮ জুলাই সন্ধ্যা আটটায় থাকবে শিশু উৎসব। বিপার শিল্পীরা এতে অংশ নেবে। প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে লিগ্যাসি প্যারেড, ফেস পেইন্টিং পর্ব রয়েছে। সেই সঙ্গে কটন ক্যান্ডি, ফেস পেন্টিংসহ বিভিন্ন পর্ব রয়েছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানের তৃতীয় দিনে ২৯ জুলাই বিকেল পাঁচটায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘তাসের দেশ’ মঞ্চস্থ হবে। এতে কোরিওগ্রাফি, পোশাক পরিকল্পনা ও ডিজাইন করেছেন বিপার পরিচালক এ্যানি ফেরদৌস। সংগীত পরিচালনায় রয়েছেন সেলিমা আশরাফ, সংগীত আয়োজন ও রেকর্ডিংয়ে আছেন নাদিম আহমেদ। তাসের দেশের মাস্ক নির্মাণ করেছেন জিল রাইনিয়ান। নাটকটি দেখতে টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ ডলার। নাটক মঞ্চস্থ হওয়ার পর হবে গানের অনুষ্ঠান। এই পর্বে থাকবে আরজিন অ্যান্ড ফ্রেন্ডসের পরিবেশনা। সংগীতানুষ্ঠানের জন্য প্রবেশমূল্য নেই। এটি সবার জন্য ফ্রি। সন্ধ্যা আটটায় দেশ বন্দনার গান রয়েছে। বিপার অনুষ্ঠানের দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত থাকবে ক্রাফট এবং আর্টসের প্রদর্শনী। সেখানে থাকবে বিভিন্ন পণ্যের খাবারের স্টল।
৩০ জুলাই শেষ দিনে রয়েছে বিভিন্ন পর্ব। প্রথমেই থাকবে ফুল, কুঁড়ি এবং আমরা নামে সংগীত পরিবেশনা। এরপর রয়েছে কত্থক ও ভরত নাট্যম নৃত্যানুষ্ঠান ধ্রুপদি ছন্দ। সন্ধ্যা আটটায় রয়েছে ‘লেটস টক’ নামের নৃত্যানুষ্ঠান। এরপর রয়েছে বিরশা চ্যাটার্জি কোয়ার্টেটের পরিবেশনা। ৩০ জুলাইয়ের প্রথম পর্বের দুটি অনুষ্ঠানের টিকিট মূল্য ১০ ডলার করে হলেও অন্য কোনো পর্বের টিকিট মূল্য নেই।
বিপার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে সহায়তা করছে এনওয়াইসি কালচারাল অ্যাফেয়ার্স। বিপা সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এনওয়াইসি কালচারাল অ্যাফেয়ার্স তাদেরকে গত বছর থেকে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের জন্য অনুদান দিচ্ছে ও সহায়তা করছে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041