
কবিতার কাছে আর পাপড়ি বৃষ্টি চাই না
চাই না ফুলের সুবাস
কবিতার চরণে চরণে ছড়িয়ে পড়ুক
কামিনীর কুন্তলধাম
তাও এখন কাম্য নয় আমার।
কবিতার স্তবকে স্তবকে স্নিগ্ধ জোছনা ঝরুক
এখন তাও চাই না আমি।
অন্যায় আর অবিচারে ভরা এ দেশে
কবিতা হতে হোক বজ্রপাত
বারুদের গন্ধ ছড়িয়ে পড়ুক চারদিকে।
কবিতার কাছে বুলেট বৃষ্টি চাই
ন্যায় ও নিয়মের বন্যা চাই
বজ্রনিনাদ শুনতে চাই।
শুনতে চাই না আর কাঁকনধ্বনি
আর অভিসার নয় চাই সুবিচার।
সৃষ্টিসুখের উল্লাস নয়
চাই ধ্বংসের প্রলয় হুংকার।
কবিতার প্রতিটি শব্দ হোক একেকটি পাথর
আঘাতে আঘাতে জ্বলে উঠুক তার বুকের আগুন।
চাই না ফুলের সুবাস
কবিতার চরণে চরণে ছড়িয়ে পড়ুক
কামিনীর কুন্তলধাম
তাও এখন কাম্য নয় আমার।
কবিতার স্তবকে স্তবকে স্নিগ্ধ জোছনা ঝরুক
এখন তাও চাই না আমি।
অন্যায় আর অবিচারে ভরা এ দেশে
কবিতা হতে হোক বজ্রপাত
বারুদের গন্ধ ছড়িয়ে পড়ুক চারদিকে।
কবিতার কাছে বুলেট বৃষ্টি চাই
ন্যায় ও নিয়মের বন্যা চাই
বজ্রনিনাদ শুনতে চাই।
শুনতে চাই না আর কাঁকনধ্বনি
আর অভিসার নয় চাই সুবিচার।
সৃষ্টিসুখের উল্লাস নয়
চাই ধ্বংসের প্রলয় হুংকার।
কবিতার প্রতিটি শব্দ হোক একেকটি পাথর
আঘাতে আঘাতে জ্বলে উঠুক তার বুকের আগুন।