জুড়ি প্রবাসীদের  বনভোজন

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৫, ১৮:০৬ , চলতি সংখ্যা
নিউইয়র্কের এস্টোরিয়ায় সবুজ ছায়াঘেরা রেইনি পার্কে গত ২৪ আগস্ট রোববার অনুষ্ঠিত হলো জুড়ী উপজেলা প্রবাসী ইউএসএ’র (নিউইয়র্ক) বনভোজন ২০২৫ ও মিলনমেলা। বিপুলসংখ্যক জুড়ি উপজেলা প্রবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে রেইনি পার্ক পরিণত হয় একখণ্ড জুড়ি উপজেলায়। 
রোববার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রেইনি পার্কে ঢল নামে জুড়িবাসীর। বনভোজনে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জুড়িবাসী ছাড়াও বনভোজনে সিলেটের বিভিন্ন সংগঠন এবং কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। বনভোজনের আহ্বায়ক মোহাম্মদ খায়ের মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন সংগঠনের অর্থ সচিব ফয়সাল আহমেদ। 
বনভোজনে বিভিন্ন প্রকার খেলাধুলা আয়োজন করা হয়। 
বনভোজনে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক উপসচিব হাদী হোসেন বাবুল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ফজলুর রহমান, বিশিষ্ট রাজনীতিক শাহীন আজমল, ঠিকানার সার্কুলেশন বিভাগের প্রধান নাহিদ-উর রব, মো. আবুল হাসনাত প্রমুখ।  
সব শেষে ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। পুরস্কার হিসাবে ছিল টেলিভিশন, ল্যাপটপ, ডিনার সেট, এয়ারপড, বাইসাইকেল, মাইক্রোওয়েভ, ট্যাব, প্রেসার কুকার, জুস মেকার ও হেয়ার ড্রেসার। 
বনভোজনের সমন্বয়কারী ছিলেন- আবুল হুসেন, আব্দুল মোকতাদির, আব্দুল করিম, আবুল হোসেন পিডি, মুরশেদুল রিপন ও জাকির হোসেন। 
বনভোজন সফল করতে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তারা হলেন- মোহাম্মদ তারা মিয়া, হাজি সিরাজ উদ্দিন, হাজি গিয়াস উদ্দিন, মোহাম্মদ কামরুজ্জামান, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, ফজলু মিয়া, আয়ুব আলী, এম এ রব, কবির উদ্দিন, আব্দুল করিম, ইন্তাজ আলী, আমির আলী, রফিক উদ্দিন, অরবিন্দ সেনগুপ্ত, নজমুল ইসলাম বকুল, আফতাব আলী, জালাল চৌধুরী, নজরুল ইসলাম, সাদ উদ্দিন, ফরিদ আহমদ, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, আব্দুল বাসেত মামুন, কয়েস হোসেন সুমন ,কমর উদ্দিন, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, হিজবুর রহমান জীবন, মোস্তাফিজুর রহমান, কায়সার নাসির নাঈম, সেলিম আহমেদ, রাদিফ আহমদ, মারোয়ার আহমদ, রাহেদ আহমদ, সালেক উদ্দিন, সেলিম উদ্দিন, সাহেজ আহমেদ, আহমেদ জামিল, ইন্তাজ আলী, ফুয়াদ আহমেদ, রফি উদ্দিন, রিপন আহমেদ, আউলিয়া বেবি, পারুল, তাহেরা খানম মিলু, শাহানা শামসুন্নাহার, রুশনা বেগম ও হালিমা চৌধুরী।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041