নিউইয়র্কে শিক্ষার্থীদের  জন্য বাংলাদেশিদের  ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচি

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৫, ১১:২৯ , চলতি সংখ্যা
নিউইয়র্কে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ব্যাক-টু-স্কুল কর্মসূচি পালিত হয়েছে। নিউইয়র্কে মূলধারার সংগঠন বাংলাদেশি হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ-এর (ভালো), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস), মজুমদার ফাউন্ডেশন এবং আমেরিকান-বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল সোসাইটি (এবিসিএসকো) পৃথকভাবে ব্যাক-টু-স্কুল কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসাবে প্রদান করে। 
এখানে উল্লেখ্য, একটানা দুই মাস গ্রীষ্মের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এদিন থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। শিক্ষার্থীদের স্কুলে ফেরা আনন্দময় করে তুলতে ব্যাক-টু-স্কুল কর্মসূচি হাতে নেওয়া হয়। আর প্রতিবছর শিক্ষা উপকরণ উপহার হিসাবে পেয়ে দারুণ খুশী হয় শিক্ষার্থীরা। 
২৬ আগস্ট মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকায় আয়োজিত ‘ভালো’র ব্যাক-টু-স্কুল কর্মসূচিতে শতশত স্কুলগামী শিশু ও তাদের অভিভাবক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উপহার সংগ্রহ করেন। ইভেন্টে অংশ নেওয়া শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, খাতা-কলমসহ নিত্যপ্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নতুন শিক্ষাবর্ষের শুরুতে এমন উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় উচ্ছ্বাস আর আনন্দ। অভিভাবকদের মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি।
সংগঠনের প্রতিনিধিরা জানান, অভিবাসী পরিবারগুলোকে নতুন স্কুল বছরের প্রস্তুতিতে সহায়তা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে এই ছোট্ট প্রয়াস ছিলো সেই যাত্রারই অংশ।
স্থানীয় কমিউনিটি লিডাররাও অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘ভালো’র ব্যাক-টু-স্কুল কর্মসূচিকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের সহায়তা করে না, বরং কমিউনিটির ভেতরে ঐক্য ও সহযোগিতার পরিবেশও তৈরি করে।
দিনভর শিশুদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল, আর অভিভাবকেরা মনে করেন- এমন আয়োজন তাদের সন্তানের নতুন শিক্ষাবর্ষে আত্মবিশ্বাসী সূচনা করতে বিশেষ সহায়ক হবে। 
‘ভালো’র এই কর্মসূচিতে কমিউনিটি পার্টনার ছিল- ডিএইচ কেয়ার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশি আমেরিকান বিজনেস সোসাইটি অব হিলসাইড অ্যাভিনিউ (ব্যবসা), জ্যামাইকা সিনিয়র সেন্টার, এমইউএস কেয়ার, এমইউএস ভোট, গেটওয়েল মেডকেয়ার, ফ্যামিলি কেয়ার ফার্মেসি, বেস্ট স্কোর, ব্রুকলিন ইমিগ্র্যান্ট কমিউনিটি, আরকিউএম টিউটোরিয়াল, ইলহাম একাডেমি, খানস টিউটোরিয়াল, লাইফ অব হোম, ক্রিসেন্ট কমিউনিটি পেট্রল (সিসিপি), ট্রাস্ট এইড এবং বেঙ্গলিজ অব নিউইয়র্ক (বনি)।  

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি : সংগঠনের উদ্যোগে ব্যাক-টু-স্কুল কর্মসূচিতে শত শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস)। জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ। 
বাবা-মায়ের সঙ্গে আসা শিশু শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে ক্যাপ্টেন টিলি পার্ক। শিক্ষা উপকরণ উপহার হিসাবে পেতে লম্বা লাইন ধরে শিশুরা। তাদের মধ্যে ছিল দারুণ উৎসাহ ও উদ্দীপনা। ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের আওতায় তাদের উপহার হিসাবে দেওয়া হয় ব্যাগ, পেন্সিল, নোটবুক, ফোল্ডার, ওয়াটার জগ, পুতুলসহ নানান কিছু। এছাড়া ছিল মজার সব খাবার। 
গত কয়েক বছর ধরে শিশুদের জন্য উপভোগ্য এই অনুষ্ঠানের আয়োজন করছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন করতে পারায় নিজেদের সার্থক মনে করেন আয়োজকরা। 
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের স্পন্সর গহর এস. জামিল, সংগঠনের সহ-সভাপতি কামরুল ইসলাম সনি, ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের আহ্বায়ক ও  উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব ইসমাইল হোসেন স্বপন, সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, প্রমুখ। এসময় ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 
তিনি বলেন, স্কুল খোলার শুরুতে শিক্ষা উপকরণ সংগ্রহ নিয়ে শিক্ষার্থীদের বাবা-মায়েরা একটু দুশ্চিন্তায় থাকেন। তাদের কাজটাকে আমরা সহজ করে দেই ব্যাক-টু-স্কুল প্রোগ্রামের আয়োজনের মাধ্যমে। পাশাপাশি শিশুদের উৎসাহ দেওয়া। কোমলমতি শিশুদের মানসিক বিকাশে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখে। 

মজুমদার ফাউন্ডেশন : গত ২৪ আগস্ট রোববার নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে মজুমদার ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে নবম বারের মত স্কুল সাপ্লাই বিতরণ করেছে। ১৮৮৮, ওয়েস্টচেস্টারে আয়োজিত এ মহৎ অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূলধারার রজানীতিবিদ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্কুল সাপ্লাাই বিতরণ ছাড়াও কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা সার্টিফিকেট দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বিতরণ করা হয় বিনামূল্যে খাদ্য সামগ্রী এবং শিশুদের জন্য ছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রঙসহ নানান প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এবিসিএসকো : নিউইয়র্ক সিটির সিভিল সার্ভিস মর্যাদার বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট পদে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন হলো আমেরিকান-বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল সোসাইটি (এবিসিএসকো)। গত ২৪ আগস্ট স্কুল ব্যাগ বিতরণ করেছে এই সংগঠনটি। বিপুলসংখ্যক শিশু রেজিস্ট্রেশন করেছে বলে- এদিন দুটি স্থানে স্কুল ব্যাগ বিতরণের পরিকল্পনা করা হয়। প্রথমটি বেলা ১১টায় কুইন্সের একটি পার্কে এবং দ্বিতীয়টি ব্রঙ্কসের আল আকসা মসজিদ প্রাঙ্গণে বিকেল চারটায়।
এবিসিএসকোর পরিবার ও এলাকাবাসীর সন্তানরা অভিভাবকসহ সকাল থেকে বিপুল কলরব ও উল্লাসের মধ্য দিয়ে স্কুল ব্যাগ সংগ্রহ করে বাড়ি ফেরে। ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য ও এবিসিএসকোর কর্মকর্তা ইব্রাহিম বারোভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের জন্য এসব স্কুল ব্যাগ সংগ্রহ ও বিতরণ করা হয়।
কুইন্সের অনুষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণী আয়োজনটি পরিকল্পনা, তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন এবিসিএসকোর কর্মকর্তা জাহাঙ্গীর আহমের রুবেল, আনোয়ার পারভেজ, মো. শফিকুল ইসলাম, ইব্রাহিম বারোভূঁইয়া, আবুহেনা কামাল, মোকাররম চৌধুরী, জুবায়ের রানা, পিটু তালুকদার, পিনাকী তালুকদার, আকতার হোসেন, একেএম মিরাজ।
বিকেলে ব্রঙ্কসের আয়োজনে উপস্থিত ছিলেন, ইব্রাহিম বারোভূঁইয়া, নরেশ ভৌমিক, মাহফুজুল হক, সোহানুর রহমান, শরীফুজ্জামান পল, মাহমুদুল হাসান, আইমেন নজরুল, সৈয়দ নাবিল ইসলাম, মুশাহিদুর রহমান তারেক, মনজুর কাদের, আনোয়ার পারভেজ, জাহাঙ্গীর আহমেদ রুবেল ও মনজুর কাদের। এছাড়া কমিউনিটি বোর্ড মেম্বার মো. আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আগামীতে আরো বিপুল পরিসরে প্রতিটি বোরোতে এবিসিএসকোর তত্ত্বাবধানে স্কুল ব্যাগ বিতরণের পরিকল্পনা গ্রহণের  মধ্য দিয়ে এ বছরের স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041