আল আমিন মাদ্রাসায় সামার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৫, ০১:০৮ , চলতি সংখ্যা
আল আমিন মাদ্রাসা এস্টোরিয়ার উদ্যোগে গত ২৪ আগস্ট সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মাদ্রাসার সামার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রথম লেভেল থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীসহ হিফজ লেভেলের ছাত্ররাও কিরাত প্রতিযোগিতা, হামদ, নাতে রসুল, খুতবাসহ জুম্মা ও জানাজা নামাজ, ঈদের নামাজেরসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলে উপস্থিত অভিভাবকরা অভিভূত হন। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মইনুল হক চৌধুরী, মোহাম্মদ মিছবাউর রহমান এনাম, শামসুল ইসলাম, আবু মুছা, আবিদ চৌধুরী, রাশিক আহমেদ চৌধুরী, খালেদুর রহমান, মোহাম্মদ আমিনুর রহমান, তরিকুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা, মুজিব উল্লাহ সাইদ জিলো সাহিব প্রমুখ।
কার্যকরী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি শাহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন হোসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ট্রাস্টি বোর্ডের মেম্বার আব্দুর রাজ্জাক, মাদ্রাসার শিক্ষক মওলানা মোহাম্মদ নেছার আহমেদ, মওলানা মহিউদ্দিন আল ফারুক, হাফিজ মাওলানা নজমুল ইসলাম, সাফায়ত খান, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ ইসলাম, মোহিত পারভেজ ও সোহায়েল প্রমূখ।
আল আমিন মাদ্রাসার সিলেবাস অনুযায়ী ইসলামি শরিয়া, পবিত্র আল কোরআন এবং ইসলামী সাধারণ বিষয়ের ওপর পরীক্ষায় উত্তীর্ণরা হলো- প্রথম লেভেল শিক্ষার্থীদের মধ্যে- প্রথম হলেন নাইমা ইসলাম, দ্বিতীয় হোসেইন আহমেদ চৌধুরী, তৃতীয় সুমাইয়া আলম। দ্বিতীয় লেভেল (সেকশন এ)- প্রথম হলেন সামিন মোস্তফা, দ্বিতীয় মুশফিক মুছা, তৃতীয় আমিনুর রহমান তাহিয়া। সেকেন্ড লেভেল (সেকশন বি)- প্রথম হলেন নাদিয়া নূর, দ্বিতীয় জহুরা রহমান, তৃতীয় মারজান তাজকিয়া। তৃতীয় লেভেলে- প্রথম হলেন মাহির খান এলাহী, দ্বিতীয় ইউসুফ চৌধুরী, তৃতীয়  তাসফিয়া মেহজাবিন। ষষ্ঠ শ্রেণির প্রথম হলেন আরিয়ান আলম, দ্বিতীয় কাইয়ান ওমর আহমেদ, তৃতীয় সাফায়ত খান। হিফজ লেভেল- প্রথম হলেন ওলিউর রহমান চৌধুরী, দ্বিতীয় জারিফ আবিদ, তৃতীয় আবিদুর রহমান চৌধুরী। 
তাছাড়া ও মাদ্রাসার পক্ষ থেকে সামারে রেইনি পার্কের বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিতে যারা অংশ নিয়েছিলেন, সেই ২৩ জন শিক্ষার্থীর মাঝে জায়নামাজ ও প্রত্যেককে শান্তনা পুরস্কার হিসেবে একটি করে মেডেল ও সার্টিফিকেট দেয়া হয়।
সমাপনী বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম ও খতিব  হাফেজ, মওলানা লুৎফুর রহমান চৌধুরী।  
তিনি বলেন, মাদ্রাসার এই অবুঝ শিশুরা হলো জান্নাতের বাগান। অভিভাবকরা তাদেরকে যেভাবে গড়ে তুলতে চাইবেন, সেভাবেই  গড়ে উঠবে। সুতরাং অভিভাবকদের অনুরোধ করছি, স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে যেনো আমরা ভূলে না যাই। নতুবা এই বহুজাতিক সংস্কৃতির দেশে ভবিষ্যতে আমাদের প্রজন্মকে হারিয়ে ফেলবো। আর মৃত্যুর পর শেষ বিচারের দিনে আমরা কেউই রেহাই পাবো না। 
ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। এর আলোয় নিজে এবং নিজের সন্তানদের আলোকিত করতে হবে। ইসলাম প্রত্যেক মানুষকে মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সৎ চরিত্রবান, সুনাগরিক হিসেবে গড়ে তুলে। আজকের নৈতিক অবক্ষয়ের যুগে একমাত্র আল্লাহর নির্দেশিত পথ আল কোরআন এবং আমাদের প্রিয় রসূলের দেখানো পথ আল হাদিস অনুযায়ী আহলে সুন্নতুল জামাতের আদর্শকে নিজের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অনুসরণ ও অনুকরণের মাধ্যমে ইহকাল ও পরকালের শান্তি সম্ভব। আর ইসলামের সৌন্দর্য, ভ্রাতৃত্ববোধের শিক্ষা ছড়িয়ে দিতে হলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
সবাইকে ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041