যুক্তরাজ্য জালালাবাদ সভাপতির সঙ্গে মতবিনিময় 

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৫, ২২:০৯ , চলতি সংখ্যা
যুক্তরাষ্ট্র সফররত জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব সকল প্রবাসী জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের সরকারের কাছে তাদের দাবি তুলে ধরার জন্য আহ্বান জানিয়ে বলেছেন- দাবি আদায়ের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে একতা। সম্মিলিতভাবে কোনো কিছু চাইলে যে কারো কাছ থেকে তা আদায় করা যায়। গত ৩ অগাস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কের মমো’স পার্টি হলে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মুহিবুর রহমান মুহিব। 
জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা ইনকের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টির আজিমুর রহমান  বোরহান, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ও বাংলাদেশ  সোসাইটি সাবেক ট্রাস্টি মকবুল রহিম চুনই, সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি এস এম জলিল, বাংলাদেশ  সোসাইটি সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মওলানা রাশিদ আহমেদ। এসময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট) সহ-সভাপতি শামীম আহমেদ (সুনামগঞ্জ) সহ-সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ) সহ-সভাপতি মো. জাবেদ উদ্দিন (মৌলভীবাজার) কোষাধ্যক্ষ মো. আলীম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ,  হুমায়ুন কবির সোহেল, দেলোয়ার হোসেন মানিক, ফজল খান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন- জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ-সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি শামীম আহমেদ, লোকমান হোসেন লুকু ও মো. জাবেদ উদ্দিন।
উপস্থিত অথিতিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক ও বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার হোসেন, সাবেক ক্রীড়াবিদ খালিকুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন বলেন, সিলেট এখনো অনেক পিছিয়ে রয়েছে। শুধুমাত্র ঐক্যের অভাবে সিলেটবাসী তাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারছে না। এটা কাম্য নয়, মন্তব্য করে তিনি বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।   
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে অতিথি মুহিবুর রহমান মুহিবকে একজন জনদরদী নেতা হিসেবে আখ্যায়িত করেন। একই সাথে তিনি এবং তাঁর পরিবারের মানবসেবায় নানা অবদানের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় বক্তারা প্রবাসের বৃহত্তর সিলেটবাসীর নানা দাবি-দাওয়া বিষয়ে তাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 
মতবিনিবয় সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোসাইটির জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও  কমিটি অ্যাক্টিভিস্ট আবুল হোসেন, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কাজী আবুল বাকার, মো. এ আহাদ, শাহাব আহমেদ, আসাদ উদ্দিন, এমডি হারুনূর রাশিদ, এমডি জাহেদ হোসাইন, আবুল কালাম আজাদ, আব্দুর হক মুনিয়া, আহমেদ মুস্তাফা, এমডি আব্দুল কুদুস, মো. এন ইসলাম, সাংবাদি মিসবাহ উদ্দিন, খালিকুর রহমান, হেলালুর রহমান, রেজাউল হাসান আবু, সরুইক হোসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসসের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দেব ও সদস্য তানিম চৌধুরী, ছাত্রনেতা জিল্লুর রহমান, তারেক আহমেদ, নুমান আহমেদ প্রমুখ। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041