মিরসরাই সমিতির বৈশাখ উদযাপন

প্রকাশ : ০২ মে ২০২৫, ২১:৫৬ , চলতি সংখ্যা
মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক বর্ণাঢ্য আয়োজনে নতুন বাংলা বছর ১৪৩২-কে বরণ করেছে। পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে ব্যক্তিগত,  ধর্মীয়, সাম্প্রদায়িক, শ্রেণিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে বাঙালির শত শত বছরের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার লালন ও বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার মূলমন্ত্র নিয়ে নিউইয়র্কের কুইন্সে জমজমাট এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘এসো হে বৈশাখ এসো এসো’-সমবেত সংগীতের পর বৈশাখী উদযাপনে মেতে ওঠেন আমেরিকায় মিরসরাইবাসী। পুরো মিলনায়তন হয়ে ওঠে এক টুকরো মিরসরাই। অনুষ্ঠানে আগত অতিথিরা বাাঙালির ঐতিহ্যবাহী পোষাক শাড়ি ও পাঞ্জাবি পড়ে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের সাথে চলে মজার মজার সব খাবারের আয়োজন। শুরুতে পানতা ইলিশের সাথে নানা রকম মুখরোচক ভর্তা, দেশীয় নানা পদের খাবারে মেতে ওঠেন অতিথিরা। হারিয়ে যান সেই দেশীয় অনুভূতিতে। অন্যদিকে খাবারের এ আয়োজনের সাথে স্টেজে চলে পুরোনো বাংলা গান। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন। অন্যদিকে খাবারের এ আয়োজনের সাথে স্টেজে চলে নানা আয়োজন। নাচ, গান, পুঁথি পাঠ, ও গণ সঙ্গীত পরিবেশনা ছিলো মূল আর্কষণ। সেই সাথে চলে আলোচনা অনুষ্ঠানও। 
অন্যদিকে অনুষ্ঠানের সভপতির দায়িত্ব পালন করেন সমিতির সভাপতি মিজবাহ উদ্দিন। তিনি বলেন, এটাই মিরসরাই প্রবাসীর মূল সংগঠন। এখানে মিরসরাইয়ের প্রায় সব প্রবাসী সামিল হয়েছেন। মিরসরাই প্রবাসীদের বিভ্রান্ত না হয়ে এ সমিতির ছাতার নিচে সমবেত হবার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী উপদেষ্টা কাওসার চৌধুরী, জয়নাল আবেদিন জাহাঙ্গীর, সহ সভাপতি আবু তাহের মিয়া। বক্তারা সবাই মিরসরাইবাসীকে এ মিলন মেলায় যোগ দেবার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে আগামীতে আরো জমজমাট আয়োজনের প্রতিশ্রুতি দেন। পরে সমাপনী বক্তব্যে আগামী ২৭ জুলাই সমিতির বার্ষিক বনভোজনে অংশ নেবার জন্য মিরসরাইবাসীকে অগ্রিম দাওয়াত দেন সাধারণ সম্পাদক বিল্পব দে। এছাড়া এ আয়োজনে অংশ নেন সাজেদা বেগম সাজু, সুলতানা আক্তার লাকী, নাসরিন খন্দকার, হায়দার টিপু, জি এম মোর্শেদ, মাইনউদ্দিন খন্দকার প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় এ আয়োজন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সম্পাদক শান্তু বিশ্বাস।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078