ব্রুকলিনের লিটল বাংলাদেশে প্রার্থীদের পরিচিতি সভা

প্রকাশ : ০২ মে ২০২৫, ১০:৪২ , চলতি সংখ্যা
নিউইয়র্ক সিটি পার্টি প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান  লেইবর’ (ASAAL)-এর উদ্যোগে এক প্রার্থী পরিচিতি সভার আয়োজন করা হয়। গত ২৭ এপ্রিল বিকেলে ব্রুকলিনের কেনসিংটন প্লাজায় আয়োজিত এ সমাবেশে বিপুল প্রবাসী বাংলাদেশি  উপস্থিত ছিলেন। 
সমাবেশে অংশ নেন ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী চারজন গুরুত্বপূর্ণ প্রার্থী- মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি, পাবলিক অ্যাডভোকেট পদপ্রার্থী জুমানি উইলিয়ামস, কম্পট্রোলার পদপ্রার্থী জাস্টিস ব্রানান এবং ৩৯তম ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচনের জন্য লড়াইরত কাউন্সিল মেম্বার শাহানা হানিফ।
অনুষ্ঠানের শুরুতে অঝঅঅখ-এর নেতারা উপস্থিত জনতাকে স্বাগত জানান এবং নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে দক্ষিণ এশীয়-আমেরিকান সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বক্তৃতায় প্রার্থীরা একে একে তাদের নির্বাচনী এজেন্ডা ও অঙ্গীকার উপস্থাপন করেন।
মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক শহরের আবাসন সংকট, শিক্ষা উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পাবলিক অ্যাডভোকেট পদপ্রার্থী জুমানি উইলিয়ামস সাম্যের নীতিতে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন।
কম্পট্রোলার পদপ্রার্থী জাস্টিস ব্রানান শহরের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে, কাউন্সিল মেম্বার শাহানা হানিফ তার এলাকায় বৈচিত্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ছোট ব্যবসার বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং বিগত সময়ে কমিউনিটির জন্য তার কাজের বিবরণ তুলে ধরেন।
সমাবেশে বক্তারা উপস্থিত কমিউনিটির সদস্যদের আগামী নির্বাচনে ভোটার হিসেবে নিজেদের নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানান এবং সক্রিয়ভাবে ভোট দেয়ার গুরুত্বারোপ করেন। 
অনুষ্ঠানটি ব্রুকলিনের ‘লিটল বাংলাদেশ’ খ্যাত এলাকায় দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে নির্বাচনী সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সমাবেশ শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রার্থী ও কমিউনিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078