কদভ্যাস

প্রকাশ : ০১ মে ২০২৫, ২২:৪১ , চলতি সংখ্যা
ভালো চেয়ে সহানুভূতিশীল হওয়াটাই দুর্বলতা ভীষণ!
সুযোগের সদ্ব্যবহারে হতেই হবে শিকার,
হতে থাকতে হবে ব্যবহৃত, অনেকটা সস্তা পণ্যের মতন;
কমতে থাকবে সম্মান, বেরিয়ে পড়বে অকৃতজ্ঞেরÑ
গাঢ় আবরণে আবৃত থাকা, সুবিধাবাদীর আসল রূপ।

উপকারের বিপরীতে নিতে হতে পারে অপকারের স্বাদ
নয়তো নিষ্ক্রিয়তাই উত্তম, আত্মমর্যাদা অটুট রাখতে;
ভুলে যেতে হবে আগবাড়িয়ে উপকারের মতো কদভ্যাস।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078