
ভালো চেয়ে সহানুভূতিশীল হওয়াটাই দুর্বলতা ভীষণ!
সুযোগের সদ্ব্যবহারে হতেই হবে শিকার,
হতে থাকতে হবে ব্যবহৃত, অনেকটা সস্তা পণ্যের মতন;
কমতে থাকবে সম্মান, বেরিয়ে পড়বে অকৃতজ্ঞেরÑ
গাঢ় আবরণে আবৃত থাকা, সুবিধাবাদীর আসল রূপ।
উপকারের বিপরীতে নিতে হতে পারে অপকারের স্বাদ
নয়তো নিষ্ক্রিয়তাই উত্তম, আত্মমর্যাদা অটুট রাখতে;
ভুলে যেতে হবে আগবাড়িয়ে উপকারের মতো কদভ্যাস।
সুযোগের সদ্ব্যবহারে হতেই হবে শিকার,
হতে থাকতে হবে ব্যবহৃত, অনেকটা সস্তা পণ্যের মতন;
কমতে থাকবে সম্মান, বেরিয়ে পড়বে অকৃতজ্ঞেরÑ
গাঢ় আবরণে আবৃত থাকা, সুবিধাবাদীর আসল রূপ।
উপকারের বিপরীতে নিতে হতে পারে অপকারের স্বাদ
নয়তো নিষ্ক্রিয়তাই উত্তম, আত্মমর্যাদা অটুট রাখতে;
ভুলে যেতে হবে আগবাড়িয়ে উপকারের মতো কদভ্যাস।