
তুমি বলো অমূল্য রতন
বিদেশি হিরে পান্না জেম
আমি চাই পবিত্র হৃদয়
দিতে যদি পারো আমাকে
আমি দেখি না কী আছে তোমার হাতে
ভালোবাসা খুঁজি তোমার দু’চোখে।
বিদেশি হিরে পান্না জেম
আমি চাই পবিত্র হৃদয়
দিতে যদি পারো আমাকে
আমি দেখি না কী আছে তোমার হাতে
ভালোবাসা খুঁজি তোমার দু’চোখে।