
ভালোবাসার মানুষ
একজনই হয়
তাকে কভু ভুলে যাওয়ার নয়।
যার ভালোবাসা শুধুই মোহ
সে কি ভালোবাসতে পারে?
কষ্ট দিয়ে চলে যাবে একদিন
ব্যথা দিয়ে হৃদয় ভরে।
কিছু স্বপ্ন কিছু কথা
ভালো লাগা ভালো ক্ষণ,
মায়ায় নিজেকে জড়িয়ে দিয়ে
ভেঙে যাবে সুন্দর মন।
দু’চোখে শুধু ছলছল জল
বুকে সাগরের ঢেউ খেলে,
আগুনে পুড়িয়ে দিলে যেসব
বিশ্বাস আর নাহি মেলে।
পৃথিবীতে এত তুচ্ছ আমি
ভাবছি দিবারাতি
এ কেমন প্রেম দিয়ে গেলে তুমি
আমার প্রাণের সাথি।
একজনই হয়
তাকে কভু ভুলে যাওয়ার নয়।
যার ভালোবাসা শুধুই মোহ
সে কি ভালোবাসতে পারে?
কষ্ট দিয়ে চলে যাবে একদিন
ব্যথা দিয়ে হৃদয় ভরে।
কিছু স্বপ্ন কিছু কথা
ভালো লাগা ভালো ক্ষণ,
মায়ায় নিজেকে জড়িয়ে দিয়ে
ভেঙে যাবে সুন্দর মন।
দু’চোখে শুধু ছলছল জল
বুকে সাগরের ঢেউ খেলে,
আগুনে পুড়িয়ে দিলে যেসব
বিশ্বাস আর নাহি মেলে।
পৃথিবীতে এত তুচ্ছ আমি
ভাবছি দিবারাতি
এ কেমন প্রেম দিয়ে গেলে তুমি
আমার প্রাণের সাথি।