
ভ্যা
তোমার হাতের চুড়ির শব্দে
ভালোবাসার মিলন সুরে,
প্রেমের গাঙে উর্মি ওঠে
মনটা হারায় অচিনপুরে।
লে
হাতটি ধরে হাঁটি যখন
গোলাপ ফুলের বাগে,
কুহুতানে মনটা মাতে
মধুর অনুরাগে।
ন
উষ্ণ অধর ছুঁলেই তোমার
শরীর ওঠে দুলে,
সুখ পাপিয়া ডানা মেলে
বদ্ধ আগল খুলে।
টা
খুনসুটিতে মাতো যখন
ঝরে কথার ফুলঝুরি,
রিনিঝিনি শব্দে বাজে
হাতের কাচের চুড়ি।
ই
অপরূপা হয়ে তুমি
যখন আসো কাছে,
কুহু কুহু কোকিল ডাকে
কৃষ্ণচূড়া গাছে।
ন
ইতল বিতল চিতল হাওয়ায়
সিল্কি কালো কেশে,
মুগ্ধতার ওই আবেশ ছড়াও
নীলাম্বরী বেশে।
তোমার হাতের চুড়ির শব্দে
ভালোবাসার মিলন সুরে,
প্রেমের গাঙে উর্মি ওঠে
মনটা হারায় অচিনপুরে।
লে
হাতটি ধরে হাঁটি যখন
গোলাপ ফুলের বাগে,
কুহুতানে মনটা মাতে
মধুর অনুরাগে।
ন
উষ্ণ অধর ছুঁলেই তোমার
শরীর ওঠে দুলে,
সুখ পাপিয়া ডানা মেলে
বদ্ধ আগল খুলে।
টা
খুনসুটিতে মাতো যখন
ঝরে কথার ফুলঝুরি,
রিনিঝিনি শব্দে বাজে
হাতের কাচের চুড়ি।
ই
অপরূপা হয়ে তুমি
যখন আসো কাছে,
কুহু কুহু কোকিল ডাকে
কৃষ্ণচূড়া গাছে।
ন
ইতল বিতল চিতল হাওয়ায়
সিল্কি কালো কেশে,
মুগ্ধতার ওই আবেশ ছড়াও
নীলাম্বরী বেশে।