নতুন সরকার গঠিত হলেও স্বস্তি আসেনি প্রবাসীদের মনে

প্রকাশ : ১৫ অগাস্ট ২০২৪, ১৫:৪৯ , চলতি সংখ্যা
বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও এখন পর্যন্ত দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় দেশের মানুষ যেমন অনিশ্চয়তা, অস্থিরতা ও ভয়ের মধ্যে আছেন; তেমনি প্রবাসীদের মনেও স্বস্তি আসেনি। কারণ প্রবাসীদের পরিবার-পরিজন দেশে রয়েছে। সেই সঙ্গে দেশে অনেকেরই নানা ধরনের সম্পত্তি রয়েছে। দেশে থাকা প্রবাসীর পরিবারের সদস্য কিংবা আত্মীয়স্বজনেরা কোনো হামলার শিকার হন কি না, এ নিয়ে তারা চিন্তিত। পাশাপাশি ডাকাত আতঙ্কও প্রবাসীদের তাড়া করে বেড়াচ্ছে। সব মিলিয়ে প্রবাসীদের অনেকেই আতঙ্কে আছেন।
একাধিক প্রবাসী বলেছেন, দেশে পরিবার-পরিজন রয়েছে, এই অবস্থায় তারা নিশ্চিত হতে পারছেন না কী হবে। কারণ নতুন সরকার গঠন করার পর নানা দিক থেকে নানা ধরনের সংকট দেখা দিয়েছে। এই সরকারের মেয়াদ কত দিন হবে, তাও মানুষ জানে না। ফলে সবকিছুতেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে বেশির ভাগ প্রবাসী চাইছেন আগে রাষ্ট্র সংস্কার হোক, তারপর নির্বাচন। দেশের সকল স্তরে যত ধরনের বৈষম্য আছে, সব দূর হোক।
একজন প্রবাসী বলেন, দেশে আমার পরিবারের সদস্যরা বাস করে। তাদের মধ্যে ভয় কাজ করছে। তাই তাদের নিয়ে দুশ্চিন্তায় আছি। আরেকজন প্রবাসী বলেন, ভেবেছিলাম নতুন সরকার গঠন হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু সেটা এখনো হচ্ছে না। এ অবস্থায় কীভাবে আমরা নিশ্চিত হব যে দেশবাসী ভালো আছে। পরিবারের লোকজনকে নিয়ে চিন্তায় আছি। আশা করছি, সরকার দ্রুত সবকিছু স্বাভাবিক করতে সক্ষম হবে।
প্রবাস থেকে ছাত্র আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ করা এক সমন্বয়ক আল আমিন রাসেল বলেন, আমরা দেখেছি দেশে কী হয়েছে। দেশের আন্দোলনকে আমরা প্রবাসে সমর্থন দিয়েছি। আমরা আশা করছি, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। যদিও একটি সরকারের পতন হলে পরাজিত শক্তি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, এখনো তা-ই হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে এত দিনের বৈষম্যগুলো যেমন বের হয়ে আসছে, তেমনি আন্দোলন সফলকারীদের প্রচেষ্টাও কেউ কেউ ব্যর্থ করার চেষ্টা করছে। প্রতিহিংসার কারণেও কিছু কিছু ঘটনা ঘটছে। আমরা বলব, সরকার সবকিছু পরিকল্পিতভাবে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য দ্রুত কাজ করবে। প্রবাসীদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা যখন বলবে তারা নিরাপদ ও ভালো আছে, তখন প্রবাসীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078