
উবার ও লিফটের ক্ষতিগ্রস্ত ড্রাইভারদের ৩২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছেন নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল। ৫২ হাজার ড্রাইভারকে এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। গত ৭ আগস্ট থেকে উবার ও লিফট ড্রাইভারদের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশি অনেক লিফট ও উবার চালক ইতিমধ্যে অর্থ ফেরত পেয়েছেন। এর মধ্যে কেউ ১৫ হাজার, কেউবা ১১ হাজার, কেউ কেউ ৫ হাজার ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। যদি কেউ অর্থ না পেয়ে থাকেন, তাহলে তাকে রাষ্ট্র কনসালট্যান্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স সূত্র জানায়, যারা এখনো অর্থ পাননি, তাদের নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে অর্থ পেতে সহায়তা করা হবে। পাশাপাশি যারা এখনো অর্থ পাওয়ার জন্য আবেদন করেননি, তারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এদিকে যেসব ড্রাইভার মারা গেছেন, তাদের পাওনা তথ্যের সঠিকতা নিরূপণের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের হাতে দেওয়া হবে। এ ছাড়া যেসব ড্রাইভার সিটি ছেড়ে অন্যত্র চলে গেছেন, তাদের পরিচয় এবং ঠিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হয়ে তাদের মধ্যে অর্থ বিতরণ করা হবে। তবে এখানে বলে রাখা প্রয়োজন, পেপল, ভেনমো, চেকের মাধ্যমে বেশির ভাগ পেমেন্ট আসছে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স সূত্র জানায়, যারা এখনো অর্থ পাননি, তাদের নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে অর্থ পেতে সহায়তা করা হবে। পাশাপাশি যারা এখনো অর্থ পাওয়ার জন্য আবেদন করেননি, তারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এদিকে যেসব ড্রাইভার মারা গেছেন, তাদের পাওনা তথ্যের সঠিকতা নিরূপণের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের হাতে দেওয়া হবে। এ ছাড়া যেসব ড্রাইভার সিটি ছেড়ে অন্যত্র চলে গেছেন, তাদের পরিচয় এবং ঠিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হয়ে তাদের মধ্যে অর্থ বিতরণ করা হবে। তবে এখানে বলে রাখা প্রয়োজন, পেপল, ভেনমো, চেকের মাধ্যমে বেশির ভাগ পেমেন্ট আসছে।