
‘জাতীয় শোক দিবস’ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হামিদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মানবন্ধন এবং রাত ৮টায় ৭৩ স্ট্রিটের একটি পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৭৩ স্ট্রিটে অবকাশের সামনে তবারক বিতরণ করা হবে। এছাড়া এদিন দুপুর জ্যামাইকায় আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করার জন্য সর্বস্তরের নেতা-কর্মী ও প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করার জন্য সর্বস্তরের নেতা-কর্মী ও প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ।