
নববর্ষ উদ্্যাপনের উত্তেজনায় ম্যানহাটন টাইমস স্কয়ার স্পন্দমান
দশ লক্ষ মানুষের উত্তাল সমুদ্র, মাথায় নববর্ষের টুপি, হাতে বাঁশি
উন্মত্ত নৃত্যগীতিতে মঞ্চ কাঁপিয়ে শীত উপেক্ষা করা সংক্ষিপ্ত বস্ত্রধারী রমণীরা
উৎফুল্ল জনতা ভোর থেকে বসে আছে তাঁবু খাটিয়ে এবং ব্যবহার্য সরঞ্জাম নিয়ে
উজ্জ্বল আলোকিত বারো হাজার পাউন্ডের বল ক্রমশ নেমে আসবে ২০২৪ এর কোলে
সময় ঘনিয়ে এসেছে, বলের অবতরণ শুরু, একটু একটু এগোচ্ছে ১২.০১ মিনিটে
কাউন্ট ডাউনের পালা, জনতা সমস্বরে গুনছে দশ থেকে শূন্যের দিকেÑ
১০-বোমা শিফা হাসপাতাল
৯-বোমা শিশু হাসপাতাল
৮-বোমা চক্ষু হাসপাতাল
৭-বোমা মানসিক হাসপাতাল
৬-বোমা ওয়াফা পুনর্বাসন হাসপাতাল
৫-বোমা আল আজহার মেডিকেল বিশ্ববিদ্যালয়
৪-বোমা রেডক্রস অ্যাম্বুলেন্স
৩-বোমা ইন্দোনেশিয়া হাসপাতাল
২-বোমা ১৩ হাজার শিশু নিহত
১-বোমা ১৭ হাজার শিশু অনাথ
১২.০১ মিনিট বল ছুঁয়েছে ২০২৪ এর পদতল
গাজার আকাশ বোমার আগুনের আতশবাজি।
উল্লসিত জনতা, গগনচুম্বী দালান থেকে ঝরে পড়ছে
কনফেটি যেন কাফনের কাপড় দিস্তে দিস্তে।
নিরস্ত্র নিরীহ মানুষের লাশ সারি সারি, আরেক নাগাসাকি হিরোশিমা
নেতানিয়াহু যেন কামরুল হাসানের আঁকা ইয়াহিয়া খানের প্রতিচ্ছবি
বিচারের বাঁশি স্তব্ধ নতমুখে জাতিসংঘ; প্রমিথিউস বন্দী নির্মম শেকলে
ছিন্নভিন্ন হয়েছে সে কি মানবতা ঠুকরে খাওয়া শুকুনের হিংস্র ঠোঁটে?
ইউটিউব ছেয়ে গেছে বিজ্ঞজনের বিশ্লেষণে, ক্রিস হেজেস, ফ্রাঙ্কেনস্টাইন মেহদি হাসান
অস্ত্রের স্তূপের ওপর গদীয়ান বিশ্বের মোড়লরা, তারা কি শুনতে পায়
গুলিতে ঝাঁজরা ওয়ার্ডে অপুষ্টিতে জীর্ণ মৃতপ্রায় অকালজন্মা শিশুদের কান্না?
নির্বিকারে গণহত্যা, নিশ্চুপ, উদাসীন পৃথিবী, উঠছে ধ্বনি ‘প্রভু তুমি কোথায়?’
অলৌকিক অবতরণ কি হবে তোমার? পাঠাবে কি আবাবিল পাখি?
ঈদের প্রস্তুতি ঘরে ঘরে, নতুন কাপড় কেনার, সুস্বাদু খাবারের ব্যবস্থা
তবু বিষণ্ন বাতাসে ফেরে ক্রোধের, হতাশার প্রতিশোধের দীর্ঘশ্বাস
চলছে গণকবর খোঁড়া, সাদা কাফনে মোড়া হাজার হাজার লাশ
পিতার হাতে ঈদের উপহার রক্তরঞ্জিত ধুলোয় ধূলিসাৎ বাড়ি
এগারো বছরের কিশোরী নিয়েছে নিহত মায়ের দায়িত্ব দুই বছরের ভাইয়ের
এ কেমন ঈদ? এ দিন যেন নুহের প্লাবনে লাঞ্ছিত মানবতার ডুবন্ত নৌকো ॥
দশ লক্ষ মানুষের উত্তাল সমুদ্র, মাথায় নববর্ষের টুপি, হাতে বাঁশি
উন্মত্ত নৃত্যগীতিতে মঞ্চ কাঁপিয়ে শীত উপেক্ষা করা সংক্ষিপ্ত বস্ত্রধারী রমণীরা
উৎফুল্ল জনতা ভোর থেকে বসে আছে তাঁবু খাটিয়ে এবং ব্যবহার্য সরঞ্জাম নিয়ে
উজ্জ্বল আলোকিত বারো হাজার পাউন্ডের বল ক্রমশ নেমে আসবে ২০২৪ এর কোলে
সময় ঘনিয়ে এসেছে, বলের অবতরণ শুরু, একটু একটু এগোচ্ছে ১২.০১ মিনিটে
কাউন্ট ডাউনের পালা, জনতা সমস্বরে গুনছে দশ থেকে শূন্যের দিকেÑ
১০-বোমা শিফা হাসপাতাল
৯-বোমা শিশু হাসপাতাল
৮-বোমা চক্ষু হাসপাতাল
৭-বোমা মানসিক হাসপাতাল
৬-বোমা ওয়াফা পুনর্বাসন হাসপাতাল
৫-বোমা আল আজহার মেডিকেল বিশ্ববিদ্যালয়
৪-বোমা রেডক্রস অ্যাম্বুলেন্স
৩-বোমা ইন্দোনেশিয়া হাসপাতাল
২-বোমা ১৩ হাজার শিশু নিহত
১-বোমা ১৭ হাজার শিশু অনাথ
১২.০১ মিনিট বল ছুঁয়েছে ২০২৪ এর পদতল
গাজার আকাশ বোমার আগুনের আতশবাজি।
উল্লসিত জনতা, গগনচুম্বী দালান থেকে ঝরে পড়ছে
কনফেটি যেন কাফনের কাপড় দিস্তে দিস্তে।
নিরস্ত্র নিরীহ মানুষের লাশ সারি সারি, আরেক নাগাসাকি হিরোশিমা
নেতানিয়াহু যেন কামরুল হাসানের আঁকা ইয়াহিয়া খানের প্রতিচ্ছবি
বিচারের বাঁশি স্তব্ধ নতমুখে জাতিসংঘ; প্রমিথিউস বন্দী নির্মম শেকলে
ছিন্নভিন্ন হয়েছে সে কি মানবতা ঠুকরে খাওয়া শুকুনের হিংস্র ঠোঁটে?
ইউটিউব ছেয়ে গেছে বিজ্ঞজনের বিশ্লেষণে, ক্রিস হেজেস, ফ্রাঙ্কেনস্টাইন মেহদি হাসান
অস্ত্রের স্তূপের ওপর গদীয়ান বিশ্বের মোড়লরা, তারা কি শুনতে পায়
গুলিতে ঝাঁজরা ওয়ার্ডে অপুষ্টিতে জীর্ণ মৃতপ্রায় অকালজন্মা শিশুদের কান্না?
নির্বিকারে গণহত্যা, নিশ্চুপ, উদাসীন পৃথিবী, উঠছে ধ্বনি ‘প্রভু তুমি কোথায়?’
অলৌকিক অবতরণ কি হবে তোমার? পাঠাবে কি আবাবিল পাখি?
ঈদের প্রস্তুতি ঘরে ঘরে, নতুন কাপড় কেনার, সুস্বাদু খাবারের ব্যবস্থা
তবু বিষণ্ন বাতাসে ফেরে ক্রোধের, হতাশার প্রতিশোধের দীর্ঘশ্বাস
চলছে গণকবর খোঁড়া, সাদা কাফনে মোড়া হাজার হাজার লাশ
পিতার হাতে ঈদের উপহার রক্তরঞ্জিত ধুলোয় ধূলিসাৎ বাড়ি
এগারো বছরের কিশোরী নিয়েছে নিহত মায়ের দায়িত্ব দুই বছরের ভাইয়ের
এ কেমন ঈদ? এ দিন যেন নুহের প্লাবনে লাঞ্ছিত মানবতার ডুবন্ত নৌকো ॥