
দেশলাই ছিল না যে এতটুকু আগুন জ্বালাব...!
অনুঘটক ব্যতীত তবু অন্ধকারে দপ করে
জ্বলে ওঠেন ঈশ্বর! শেষ তিনি জ্বলেছেন
তুর পাহাড়ে-যে তুমি সুরমার কালি চোখে লাগাও!
বরাবর তিনি দৃশ্যত থাকেন নীরব, যখন
ধারণের আতিশয্যে বাতাসের মলিকিউলে
দূষণ-সংঘর্ষে বায়ুমণ্ডলে লাগে বিবাদ!
পুড়ে যায় শোভিত অর্কিড, বসরার গোলাপ,
জলপাই বাগান-রক্তের প্লাবনে জেগে ওঠে
জীবাশ্মে জীবাণু, ক্ষুদ্রাতিক্ষুদ্র হারকিউলাস!
অনাদায়ে কিছু দায় অমীমাংসিত প্রবাদ
বর্ণিত বর্ণিল গ্রন্থে মানুষের প্রাণের সংহার!
ব্যবচ্ছেদের হিসাব কষেন তিনি : এইখানে
সংরক্ষিত প্রজননে মানুষের নয়া প্রজাতির
ক্লোনের আবাদ হবে-তারা করবে পৃথিবী শাসন!
আর যারা পূর্ববর্তী ছিল, তাদের পাঠানো হবে
সীমানার শেষ প্রান্তে-মানুষের গারদ খাঁচায়!
ঈশ্বর মুঠোতে ছড়িয়ে দেন পোড়া জমি, দেশভাগ-
ভূমির অমরাকোষ বিচ্ছেদের যন্ত্রণায়
ক্ষুধার্ত মানুষ জন্তুর খাবার, ঘাস খায়!
মৃত্যুর হেরায় আদমের দেশ-প্রাণ ভস্মীভূত হয়-
পরে জেনেছি পাহাড়ে কেবল ঈশ্বর নয়,
কখনো মানুষও ওঠে জ্বলে!
অনুঘটক ব্যতীত তবু অন্ধকারে দপ করে
জ্বলে ওঠেন ঈশ্বর! শেষ তিনি জ্বলেছেন
তুর পাহাড়ে-যে তুমি সুরমার কালি চোখে লাগাও!
বরাবর তিনি দৃশ্যত থাকেন নীরব, যখন
ধারণের আতিশয্যে বাতাসের মলিকিউলে
দূষণ-সংঘর্ষে বায়ুমণ্ডলে লাগে বিবাদ!
পুড়ে যায় শোভিত অর্কিড, বসরার গোলাপ,
জলপাই বাগান-রক্তের প্লাবনে জেগে ওঠে
জীবাশ্মে জীবাণু, ক্ষুদ্রাতিক্ষুদ্র হারকিউলাস!
অনাদায়ে কিছু দায় অমীমাংসিত প্রবাদ
বর্ণিত বর্ণিল গ্রন্থে মানুষের প্রাণের সংহার!
ব্যবচ্ছেদের হিসাব কষেন তিনি : এইখানে
সংরক্ষিত প্রজননে মানুষের নয়া প্রজাতির
ক্লোনের আবাদ হবে-তারা করবে পৃথিবী শাসন!
আর যারা পূর্ববর্তী ছিল, তাদের পাঠানো হবে
সীমানার শেষ প্রান্তে-মানুষের গারদ খাঁচায়!
ঈশ্বর মুঠোতে ছড়িয়ে দেন পোড়া জমি, দেশভাগ-
ভূমির অমরাকোষ বিচ্ছেদের যন্ত্রণায়
ক্ষুধার্ত মানুষ জন্তুর খাবার, ঘাস খায়!
মৃত্যুর হেরায় আদমের দেশ-প্রাণ ভস্মীভূত হয়-
পরে জেনেছি পাহাড়ে কেবল ঈশ্বর নয়,
কখনো মানুষও ওঠে জ্বলে!