
সন্ধ্যার আকাশে তুলো তুলো মেঘের পাশে
ঐ দেখা যায় নতুন ঈদের চাঁদের রুপালি হাসি,
শহরে নগরে পাহাড়ে প্রান্তরে নদীর পাড়ে বালুচরে
আজ বয়ে যায় ঈদের আনন্দ রাশি রাশি।
ঈদ মোবারক আনন্দ বার্তা সবার মুখে মুখে
মানুষে মানুষে বিনিময় ভালোবাসার সৌজন্য,
উৎসবের অনুপ্রেরণায় সাজানো বিশ্ব পরিবার
ঈদের সৌরভে তাই ভালোবাসাটাই হোক অনন্য।
লাল নীল সবুজ হলুদের রঙিন আলোকসজ্জায়
সাজানো ঘর, ছাদ, বাগান থেকে বাড়ি উঠোন,
আলোর পবিত্র শিখায় মঙ্গল হোক পৃথিবীজুড়ে
সুখের উচ্ছ্বাসে বদলে যাক দুঃখ ভারাক্রান্ত মন।
পাখিডাকা ঈদের নতুন ভোরে যখন ভাঙবে ঘুম
দল বেঁধে সারি সারি ঈদগাহে যাব সবাই মিলে,
রং-বেরঙের বাহারি নতুন পোশাকের আনন্দে
স্মৃতির গভীরে বেঁধে রাখব সময়টা হেসেখেলে।
বাতাসে ভেসে আসছে সুস্বাদু রান্নার সুগন্ধি সুবাস
কোপ্তা কাবাব মোরগ পোলাও কত মিষ্টি খাবার,
বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাই মিলে খাব ভাই
ঈদের দিনটা কাটবে তাই অনেক অনেক মজার।
ছোট বড় নাই ভেদাভেদ করব সবাই কোলাকুলি
ঈদ মানেই তো সব মানুষকে আপন ভাবার দিন,
বিশ্বজুড়ে ঈদের মহিমায় দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন
ভালোবাসা হোক সর্বজনীন, অন্তহীন, চিরদিন।
ঐ দেখা যায় নতুন ঈদের চাঁদের রুপালি হাসি,
শহরে নগরে পাহাড়ে প্রান্তরে নদীর পাড়ে বালুচরে
আজ বয়ে যায় ঈদের আনন্দ রাশি রাশি।
ঈদ মোবারক আনন্দ বার্তা সবার মুখে মুখে
মানুষে মানুষে বিনিময় ভালোবাসার সৌজন্য,
উৎসবের অনুপ্রেরণায় সাজানো বিশ্ব পরিবার
ঈদের সৌরভে তাই ভালোবাসাটাই হোক অনন্য।
লাল নীল সবুজ হলুদের রঙিন আলোকসজ্জায়
সাজানো ঘর, ছাদ, বাগান থেকে বাড়ি উঠোন,
আলোর পবিত্র শিখায় মঙ্গল হোক পৃথিবীজুড়ে
সুখের উচ্ছ্বাসে বদলে যাক দুঃখ ভারাক্রান্ত মন।
পাখিডাকা ঈদের নতুন ভোরে যখন ভাঙবে ঘুম
দল বেঁধে সারি সারি ঈদগাহে যাব সবাই মিলে,
রং-বেরঙের বাহারি নতুন পোশাকের আনন্দে
স্মৃতির গভীরে বেঁধে রাখব সময়টা হেসেখেলে।
বাতাসে ভেসে আসছে সুস্বাদু রান্নার সুগন্ধি সুবাস
কোপ্তা কাবাব মোরগ পোলাও কত মিষ্টি খাবার,
বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাই মিলে খাব ভাই
ঈদের দিনটা কাটবে তাই অনেক অনেক মজার।
ছোট বড় নাই ভেদাভেদ করব সবাই কোলাকুলি
ঈদ মানেই তো সব মানুষকে আপন ভাবার দিন,
বিশ্বজুড়ে ঈদের মহিমায় দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন
ভালোবাসা হোক সর্বজনীন, অন্তহীন, চিরদিন।