রওশন এরশাদের বহিষ্কারাদেশকে আমলেই নিচ্ছেন না মো. মুজিবুল হক চুন্নু। সোমবার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, চেয়ারম্যান-মহাসচিবকে বহিষ্কার করবেন প্রধান পৃষ্ঠপোষক এটা দলের গঠনতন্ত্রে নাই। এর আগেও দুইবার বহিষ্কার করেছিলেন। উনার এই বক্তব্য আমি পার্টি মহাসচিব হিসেবে নলেজে নিচ্ছি না। এই ধরনের ক্ষমতা তার নাই। তিনি বলেন, অশিক্ষিত রাস্তার কেউ এসে ঘোষণা দিলেইতো তা আমলে নেয়ার কিছু নাই।
উল্লেখ্য, সকালে পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করে রওশন এরশাদ। এরপর নিজেকে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেন।
ঠিকানা/এসআর
উল্লেখ্য, সকালে পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করে রওশন এরশাদ। এরপর নিজেকে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা করেন।
ঠিকানা/এসআর