মামুন জামিল
সহজ মানুষ খুঁজে বেড়াই
সহজ মানুষ পাই না তো,
সহজ রূপে দেখছি যাহা
তেমন ‘সহজ’ চাই না তো!
কথায় কাজে মিল দেখি না
শোভন হৃদয়, ‘দিল’ দেখি না
জটিল মনে কুটিল রূপের
সেই ‘সহজে’ যাই না তো!
হাজার সুরে গানের কলি
‘ভজো মানুষ’ সবাই বলি
প্রশ্ন জাগে, কোন সে মানুষ?
তেমন মানুষ পাই না তো!
সাঁইজি বলেন দিব্যজ্ঞানে
‘সহজ’ খুঁজো অন্তঃপ্রাণে
কিংবা নিজে সহজ হতে,
আমি লালন সাঁই না তো!
সহজ মানুষ খুঁজে বেড়াই
সহজ মানুষ পাই না তো,
সহজ রূপে দেখছি যাহা
তেমন ‘সহজ’ চাই না তো!
কথায় কাজে মিল দেখি না
শোভন হৃদয়, ‘দিল’ দেখি না
জটিল মনে কুটিল রূপের
সেই ‘সহজে’ যাই না তো!
হাজার সুরে গানের কলি
‘ভজো মানুষ’ সবাই বলি
প্রশ্ন জাগে, কোন সে মানুষ?
তেমন মানুষ পাই না তো!
সাঁইজি বলেন দিব্যজ্ঞানে
‘সহজ’ খুঁজো অন্তঃপ্রাণে
কিংবা নিজে সহজ হতে,
আমি লালন সাঁই না তো!