টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশ : ২৪ জানুয়ারী ২০২৪, ২১:০৬ , অনলাইন ভার্সন
টাঙ্গাইলের ঘাটাইল ও ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার কয়পাড়া ও ঘাটাইল উপজেলার শহরগোপিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইলে দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার সরিষাআটা গ্রামের অটোরিকশার যাত্রী গোলাম মোস্তফা (৪০) ও অটোচালক দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৬)। আহত অপরজন হলেন জোরদিঘী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী সাহেদা বেগম (৭০)।

ধনবাড়ীর দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার কবিরাজবাড়ী এলাকার খন্দকার আখেরুজ্জামান ফরহাদ ও মঠবাড়ী এলাকার ভ্যানচালক আব্দুল খালেক (৫৫)। আহত হয়েছেন ওই এলাকার তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা যাওয়ার সময় লেবুভর্তি একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যায়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় যাত্রী গোলাম মোস্তফা মারা যান।

এদিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোচালক আবু তালেব। এ ঘটনায় সাহেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস কয়াপাড়া পেট্রল পাম্পের কাছে এসে ধনবাড়ীগামী যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল খালেক ও খন্দকার আখিরুজ্জামান ফরহাদ মারা যান।

আহত হন ভ্যানযাত্রী ফরহাদ হোসেনের স্ত্রী শামছুন নাহার, আম্বাড়ীয়া গ্রামের তুলা মিয়া, মঠবাড়ী গ্রামের মিজানুর রহমান (৫৫)। তাদের মধ্য শামছুন নাহারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস হোসেন বলেন, ঢাকাগামী রাজীব পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041