ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ২৮ মে (রবিবার) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের সেরাদের পুরস্কার তুলে দেয়া হয়। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বর্ষসেরা সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২ এ বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে বর্ষসেরা সংস্থা হিসেবে নির্বাচিত করায় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।
উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের ধারাবাহিকভাবে পুরস্কৃত করে আসছে সংগঠনটি।
এসআর
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২ এ বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে বর্ষসেরা সংস্থা হিসেবে নির্বাচিত করায় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।
উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের ধারাবাহিকভাবে পুরস্কৃত করে আসছে সংগঠনটি।
এসআর