শাহ নেওয়াজের উদ্যোগ

হাইরাম মনসেরাতের  জন্য ফান্ডরেইজিং

প্রকাশ : ১৯ জানুয়ারী ২০২৪, ১৩:২২ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য প্রার্থী, সাবেক  সিনেটর ও নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিল সদস্য হাইরাম মনসেরাতের জন্য ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করেন গোল্ডেন এজ হোমকেয়ার ও এনওয়াই ইন্সুরেন্সের প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। গত ৮ জানুয়ারি সোমবার কুইন্সের জ্যাকসন হাইটসে এনওয়াই ইনসুরেন্স কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে হাইরাম মনসেরাত বলেন, অ্যাসেমব্লি সদস্য হিসাবে নির্বাচিত হলে অপরাধীদের জামিন পদ্ধতিতে কঠোরতা আরোপ করে ‘বেইল রিফর্ম’ আইন পাশের উদ্যোগ নেব। তিনি এ প্রসঙ্গে বলেন, দুর্বল বেইল সিস্টেমের কারণে অপরাধীরা গ্রেপ্তার হলেও পরদিন জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। এ কারণেই নিউইয়র্কে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না। 
ফান্ডরেইজিং ডিনারে অংশ নেন গোল্ডেন এজ হোমকেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও স্ট্যাটেন আইল্যান্ড বাংলাদেশি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী নয়ন, নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন গুপ্তা, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক, সাপ্তাহিক আজকালের মার্কেটিং প্রধান আবু বকর সিদ্দিক, নিউজ-এর ২৪ এর নিউইয়র্ক প্রতিনিধি মোস্তফা অনিক রাজ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কামাল আবু নাসের, সাংবাদিক এনএসএম মইনুল হাসান সজল ও মো. নাবিল। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (জেবিএ) সাধারণ সম্পাদক সৈয়দ রাব্বী।
অনুষ্ঠানে হাইরাম মনসেরাতকে স্বাগত জানিয়ে শাহ নেওয়াজ বলেন, আমার সবগুলো প্রতিষ্ঠানের পুরো টিম মনসেরাতের জন্য কাজ করবে। আমরা আজ একটি প্রতিকী ফান্ডরেইজিংয়ের আয়োজন করেছি। এটি শুরু মাত্র। নির্বাচনের দিন পর্যন্ত আমরা তার সাথে থাকবো। এই নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।
হাইরাম মনসেরাত নিউইয়র্ক স্টেট অ্যাসেমব্লি ডিস্ট্রিক্ট ৩৫ থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। করোনা, রিগো পার্ক, ইস্ট এলমহার্স্ট ও ফরেস্ট হিল নিয়ে তার নির্বাচনী এলাকা গঠিত। তিনি বলেন, এই এলাকার ৫২ ভাগ ভোটার ল্যাটিনো আমেরিকান ও ২৭ ভাগ দক্ষিণ এশীয়। এই দুটো এথনিক গ্রুপ কাজ করলে বিজয় সুনিশ্চিত। আগামী ২৫ জুন এই ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সকল বাংলাদেশিকে ভোট কেন্দ্রে যাবার আহবান জানান। 
তিনি বলেন, গত ২৫ বছর যাবৎ আপনাদের সাথে রয়েছি। রোববারে ফ্রি পার্কিং আইন আমার উত্থাপিত বিলেই সিটি কাউন্সিলে পাস হয়েছে। তিনি বলেন, আমি জিতলে বাংলাদেশিরাই জিতবে। আমি বাংলাদেশিদেরই একজন।
নিউইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমি পুলিশকে ডিফান্ড করার বিপক্ষে। সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও ৩০ ভাগ বেশি পুলিশ নিয়োগ দিতে হবে। পুলিশের জন্য বেশি ফান্ড বরাদ্দ রাখতে হবে। রাস্তায় টহল বাড়াতে হবে। তবেই সিটিতে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078